Latest News

লাভ জিহাদ! গুজরাতের কলেজে সংখ্যালঘু ৩ ছাত্রকে মারধরের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের সুরাতে একটি কলেজে (Gujarat college) সংখ্যালঘু সম্প্রদায়ের তিন ছাত্রকে (minority students) মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। মারধরের অভিযোগ উঠেছে একটি কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের ছাত্র অনুগামীদের বিরুদ্ধে।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওই ছাত্রদের বিরুদ্ধে লাভ জিহাদের (love jihad) অভিযোগ তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনটির সমর্থক ছাত্ররা। মারধরের ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই সংগঠনের কর্মীদের বক্তব্য, তাঁরা জানতে পারে, সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ছাত্র কলেজের হিন্দু মেয়েদের ফাঁসানোর পরিকল্পনা করছে এবং কয়েকজনকে ব্ল্যাকমেইল করছে। এ কারণে তাঁদের নেতা-কর্মীরা কলেজে স্টিং অপারেশন চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের চিহ্নিত করে।

হিন্দুত্ববাদী সংগঠনটির স্থানীয় নেতা দীনেশ নাভাদিয়া বলেন, তথ্য পাওয়ার পর আমাদের দল তদন্ত শুরু করে। আমাদের তদন্তেও অভিযোগটি সত্য প্রমাণিত হয়েছে। আমরা তাদের চিহ্নিত করেছিলাম। এরপর সেই পড়ুয়াদের আটক করে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরামর্শ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। এ ধরনের ঘটনা ফের নজরে এলে আমরা আবারও ব্যবস্থা নেব।

তাঁর হুঁশিয়ারি, শুধু সুরাত নয়, সারা দেশেই লাভ-জিহাদ বন্ধ করা হবে। প্রসঙ্গত, বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে লাভ জিহাদ বন্ধে আইন আছে। তবে সম্পর্ক তৈরি, প্রতারণার ঘটনার আগেই হামলার এমন নজির খুব বেশি নেই।

বিজেপি বিরোধী জোট আবার কী! প্রশ্ন কেজরিওয়ালের

You might also like