Latest News

রেলে ৩ লাখ পদ শূন্য, বাংলায় খালি ৫০ হাজার, হাওড়া, শিয়ালদহে লোকাভাব তীব্র

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়ে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে প্রায়ই রেলের (Rail) প্রসঙ্গ টানেন। নতুন মেট্রো রুট থেকে বন্দেভারত ট্রেন, মোদীর হাতে শিলান্যাস এবং উদ্বোধনই যেন দস্তুর। রেলমন্ত্রীকে দেখা যায় অনেকটা সহ-অভিনেতার ভূমিকায়। প্রধানমন্ত্রী প্রায়ই তথ্য-পরিসংখ্যান তুলে ধরে ২০১৪ পরবর্তী ভারতে রেল বিকাশের ছবি তুলে ধরেন।

কিন্তু ভারতীয় রেল নিয়ে এক ধূসর ছবি ক্রমে সামনে আসছে (job vacancy)। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে উঠে এসেছে কীভাবে সময়ে ট্রেন চলাচল ক্রমে অসম্ভব হয়ে পড়ছে। একদিকে, বন্দেভারতের মতো দ্রুত গতির ট্রেনের জন্য ট্র্যাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ধীর গতির লোকাল, প্যাসেঞ্জার, এক্সপ্রেস ট্রেন। অন্যদিকে, বেশি ভাড়ার দূত গতির ট্রেনকে জায়গা করে দিতে আটকে থাকছে বাকি ট্রেনের যাত্রা।

এই সব কিছুর মূলে রেলের তুমুল কর্মী সংকট অন্যতম কারণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তাদের বক্তব্য ভারতীয় রেলের একটি রেকর্ডই এখন স্থায়ী জায়গা নিয়েছে। তাহল, বিপুল শূন্যপদ। বাড়তে বাড়তে তা তিন লাখ ছাপিয়ে গিয়েছে।

সংসদের চলতি অধিবেশনে রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণ জানিয়েছেন, কলকাতার আদি মেট্রো-সহ ভারতীয় রেলের ১৮টি জোনে এখন তিন লাখ এক হাজার ৭৫০টি পদে লোক নেই।

এরমধ্যে বাংলায় (bengal) রেলের প্রায় ৫০ হাজার পদ খালি। শুধু পূর্ব রেলেই খালি ৩০ হাজার ৭৩৫টি পদ। বাংলায় থাকা দ্বিতীয় রেল জোন দক্ষিণ-পূর্ব রেলের শূন্যপদের সংখ্যা ১৭ হাজার ৯৬১টি। পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতর কলকাতায়। উত্তরবঙ্গে এনজিপি-সহ রেলের বিস্তীর্ণ এলাকা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের অধীনে। ওই রেলে শূন্য ১৬ হাজারের বেশি পদ। কলকাতার আদি মেট্রোয় শূন্য ১১০০ পদ।

বাংলায় রয়েছে ভারতীয় রেলের আটটি ব্যস্ত ডিভিশন হাওড়া, শিয়ালদহ, আসানসোল, খড়্গপুর, মালদহ, নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আদ্রা। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে শূন্যপদ যথাক্রমে ৬৫১৯জন এবং ৫৯৫৩ জন। অন্যদিকে, আসানসোলে ৩৪৯৬টি পদে লোক নেই। খড়্গপুরে লোক ৪৫৬২টি পদে।

শূন্যপদ সবচেয়ে বেশি নর্দান রেলে। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা এই রেলের অধীনে। পূর্বরেলের কাছাকাছি সংখ্যক পদ শূন্য ওয়েস্টার্ন রেলেও।

রেল জানিয়েছে, চলতি বছরে গ্রুপ সি’র বিভিন্ন পদে ২১৬৬৯জনকে নিয়োগ করা হয়েছে। গ্রুপ-ডি পদে নিয়োগ করা হয়েছে ৮৩১জনকে।

লেকটাউনে সোনার গয়না নিয়ে চম্পট পরিচারিকার, গ্রেফতার ভাটপাড়ায়

You might also like