Latest News

ঝলসে মৃত তিন শিশু-সহ চার জন! জয়পুরের রঙের কারখানায় ভয়ানক আগুন

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ আগুনে জীবন্ত ঝলসে মারা গেল তিন শিশু! ৩ থেকে ৫ বছর বয়সি ওই তিন শিশুর সঙ্গে মারা গিয়েছেন এক যুবকও। তিনি এক মৃত শিশুর বাবা। শিশুগুলিকে বাঁচাতে গিয়েছিলেন তিনি। ভয়াবহ ও মর্মান্তিক এই কাণ্ড ঘটেছে রাজস্থানের জয়পুরে।

জানা গেছে, একটি রঙের কারখানায় আচমকা আগুন লেগে যায় আজ রবিবার। তখন কারখানার ভিতরে ছিলেন বহু কর্মী। আগুন লাগতেই হুড়মুড়িয়ে বেরোতে শুরু করেন সকলে। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি হয়ে দাঁড়ায় প্রায়। Jaipur Factory Fire : जयपूरच्या टर्पेंटाइन तेलाच्या फॅक्टरीत भीषण आग, तीन  मुलांसह चौघांचा होरपळून मृत्यूসে সময়েই কারখানার ভিতরে ছিল ৩ বছরের জয়া ও গরিমা এবং ৫ বছরের অঙ্কুশ। নিজেদের মতো খেলছিল তারা। ছিলেন জয়ার বাবা রমেশ আর্য ওরফে কালু। তিনি আবার সম্পর্কে ওই কারখানার মালিকের ভাগ্নে। আগুন লাগার পরে সবাই যখন পালাচ্ছেন, তখন বাচ্চাগুলিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কালু। কিন্তু শেষরক্ষা হল না। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে, ভিতরেই আটকে পড়ে ওই চারজন।Jaipur: 3 children among 4 burnt alive in fire at chemical factory in  Jamwaramgarhদমকল এসে আগুন নেভাতে শুরু করে কিছুক্ষণে। তবে চার ঘণ্টা লেগে যায় আগুন আয়ত্বে আনতে। ততক্ষণে সব শেষ। পুড়ে মারা যান কালু ও ওই তিন শিশু। তাদের ঝলসানো দেহ উদ্ধার হয় ধ্বংসস্তূপ থেকে।

You might also like