
যেমন ভাবা তেমন কাজ। আশীর্বাদ পর্ব মিটতেই বরকে নিয়ে গোয়ালপাড়ার মৌ পোদ্দার হাজির হয়ে গেলেন কাটোয়া বালিকা বিদ্যালয়ের বুথে। লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তবেই গেলেন শ্বশুরবাড়ি।
রবিবার মৌয়ের বিয়ে হয়েছে পঞ্চাননতলার বাসিন্দা অভিজিৎ দত্তের সঙ্গে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোটার মৌ। চতুর্থ দফায় আজ সেখানেই চলছে ভোটগ্রহণ। প্রতিবার ভোট দেন, এ বার বিয়ে করেছেন বলেই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন না এ আবার হয় নাকি? সকালবেলা শ্বশুরবাড়ি যাওয়ার আগেই তাই পৌঁছে গিয়েছিলেন বুথে। কিছুক্ষণ লাইনেও দাঁড়ান। তবে বেনারসি, সোনার গয়না, ফুলের মালায় সজ্জিতা মৌকে অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তাঁকে এগিয়ে যেতে দেন অন্যরা।
ভোট দিয়ে বেরিয়ে মৌ বললেন, “শ্বশুরবাড়ি তো যাবই। তার আগে নিজের ভোটটা দিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমার স্বামী নিজেই আমাকে নিয়ে এসেছেন ভোট দিতে। সবার সহযোগিতায় আমি আমার ভোটটা দিতে পেরে খুব খুশি হলাম।”
আর অভিজিতের কথায়, “নতুন জীবন শুরুর আগে স্ত্রীর ইচ্ছেকে সম্মান জানালাম।”