Latest News

মারণ খেলা ‘মোমো’ ছড়াচ্ছে দিকে দিকে, সতর্কবার্তা সিআইডির

দ্য ওয়াল ব্যুরো: আচমকাই হানা দিয়েছিল ‘ব্লু হোয়েল গেম’। এই মারণ খেলার শিকার হয়েছিলেন বহু তরুণ-তরুণী। বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। মৃত্যুও হয়েছিল অনেকের। আর এই মারণ খেলার রেশ কাটতে না কাটতেই শহরে ফের হাজির আরেক মারণ খেলা। নাম ‘মোমো গেম চ্যালেঞ্জ’। খেলার পদ্ধতিও সেই একই। বিভন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে এই লিঙ্ক এসে পৌঁছোবে আপনার হাতে। তারপর নানারকমে ভয়াবহ শর্ত দিয়ে শুরু হবে খেলা। এবং শেষ পর্যন্ত মানসিক ভাবে দুর্বল করে দেওয়া হবে আপনাকে। আপনার পরিবার, প্রিয়জনের ক্ষতি করে দেওয়ার ভয় দেখিয়ে চোখের নিমেষে একদল মানুষ কেড়ে নেবে আপনার প্রাণ।

কিন্তু কে বা কারা রয়েছে এ জাতীয় মারণ গেমের পিছনে তা এখনও জানতে পারেনি পুলিশ। তাদের হাজার চেষ্টার পরেই ধরা পড়েনি এইসব প্রতারক, খুনি, দুষ্কৃতীর দল। বরং প্রথমে বিভিন্ন জেলার পর এ বার কলকাতা শহরেও হানা দিয়েছে ‘মোমো’। তাই এ বার ‘মোমো গেম চ্যালেঞ্জ’ থেকে সমাজকে সচেতন করতে এবং তরুণ প্রজন্মকে এইসব থেকে দূরে রাখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিআইডি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ সিআইডি’র তরফে একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, মোমো চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ার এক নতুন মারণ গেম। অভিভাবকদের উদ্দেশে সিআইডি’র অনুরোধ এই ধরণের গেম থেকে তাঁরা যেন নিজেদের বাচ্চাকে দূরে রাখেন। শুধু তাই নয় আশেপাশের সব বাচ্চা এবং প্রতিবেশিদেরও এই মারণ গেমের বিষয়ে সতর্ক করতে বলা হয়েছে। সবশেষে তাদের অনুরোধ এই খেলার বিষয়ে কোনও ব্যক্তি যে কোনও তথ্য পেলেই দ্রুত যেন পশ্চিমবঙ্গ সিআইডি’র সঙ্গে যোগাযোগ করেন।

You might also like