Latest News

কলকাতায় ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের টিকার জন্য নাম নথিভুক্ত হচ্ছে, অ্যাপয়ন্টমেন্ট পাওয়া যাচ্ছে না

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেল থেকে ১৮ বছরের বেশি বয়সিদের টিকাকরণের জন্য কোউইন অ্যাপ বা পোর্টালে নাম নথিভুক্ত করা শুরু হয়েছে। সরকারি হিসাবে মিনিটে প্রায় ২৭ লক্ষ মানুষ ওই অ্যাপ বা পোর্টালে হিট করছেন। কলকাতা থেকে প্রচুর লগ-ইন হচ্ছে। কিন্তু সমস্যা হল, নাম নথিভুক্ত করার পর টিকা নেওয়ার জন্য কোনও অ্যাপয়ন্টমেন্ট পাওয়া যাচ্ছে না।
নিয়ম হল cowin.gov.in ওয়েবসাইটে গিয়ে পরিচয়পত্র দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তার আগে লগ-ইনের জন্য মোবাইল নম্বর দিয়ে ওটিপি চাইতে হবে। কিন্তু ওই পোর্টালে চাপ এতোটাই যে অনেকের মোবাইলেই ওটিপি আসছে না। আবার যাঁরা ওটিপি দিয়ে নাম নথিভুক্ত করছেন তাঁরা কোনও অ্যাপয়ন্টমেন্ট পাচ্ছে না।
কলকাতার কোনও বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার কোনও স্লট দেখাচ্ছে না। মে, জুন মাসে কোনও অ্যাপয়ন্টমেন্টই নেই। কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে হাতে গোণা কয়েকজন অ্যাপয়ন্টমেন্ট পেয়েছেন ঠিকই। কিন্তু তার পর সেই হাসপাতালেও আর কোনও স্লট খালি দেখাচ্ছে না।
অন্যদিকে জেলায় সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আরও খারাপ অবস্থা। কোউইন অ্যাপের মাধ্যমে সেখানে হয়তো অ্যাপয়ন্টমেন্ট পাওয়া যাবে। কিন্তু সেই অ্যাপয়ন্টমেন্ট অনুযায়ী ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। বহু জায়গায় আগের দিন রাত ১ টা দেড়টা থেকে মানুষ লাইন দিয়ে রয়েছেন। সেই লাইনের ভিত্তিতেই টিকা দেওয়া হচ্ছে।
এর পর আবার উদোরটা বুদোর ঘাড়েও চাপছে। যেমন, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর হাসপাতালে দুর্গারানি রায় অ্যাপয়ন্টমেন্ট নিয়েছিলেন। কিন্তু সেখানে অ্যাপয়ন্টমেন্টের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হয়নি। যাঁরা লাইন দিয়ে রেখেছিলেন, তাঁদেরই শুধু দেওয়া হয়েছে। অথচ পরে ওয়েবসাইটে দেখা গিয়েছে, দুর্গা ফার্স্ট ডোজ পেয়ে গেছেন। অর্থাৎ তাঁর নামে যে স্লট ছিল তা অন্য লোককে দেওয়া হয়েছে।
মোদ্দা কথায় টিকা দেওয়া নিয়ে চরম অব্যবস্থার অভিযোগ উঠছে। তবে সরকারি কর্তাদের মতে, এ ব্যাপারে শুধু সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য গত ২ মাস ধরে ভ্যাকসিন দেওয়া চলছে। তখন অনেকেই টিকা নেননি। বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। তখন দেখা যেত, টিকাকরণ কেন্দ্র ফাঁকা। দিনে মাত্র আট জন দশ জন টিকা নিচ্ছেন। এখন ফের সংক্রমণ বাড়ার ফলে তাঁদের টনক নড়েছে। অথচ সবাই সচেতন হলে এতোদিনে ষাটোর্ধ্ব নাগরিকদের সবার টিকা নেওয়া হয়ে যেত।

You might also like