
উত্তরাখণ্ডের চামোলি জেলার রাইনি গ্রামে ধসে আটকে যায় ২৫০-র বেশি মানুষ। সোমবার এই ধসে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারকার্য শুরু হল আজ। তবে এখনও পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
গত সপ্তাহতেই চামোলি জেলার জোশিমাঠের ভারত-চিন সীমান্তের সঙ্গে সংযুক্ত নীতি সীমান্ত এলাকায় একাধিক ভূমিধসের কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) শেয়ার করা তথ্য অনুযায়ী, ভূমিধসের কারণে উপত্যকার রাস্তা বন্ধ হয়ে গেছে এবং উপত্যকার লোকেরা তাদের বাড়ির ভিতরে আটকে পড়েছে।
তার মধ্যেই আবার ভূমি ধসের কবলে পড়ল চামোলি জেলা। আটকে পড়া মানুষদের উদ্ধারও শুরু হল। প্রায় রোজই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ধস হয়। যাতায়াতের পথে আটকে পড়ে অনেকেই।