
দ্য ওয়াল ব্যুরো: একুশে জুলাই (21st July) তৃণমূলের (TMC) সমাবেশের কারণে কলকাতার নটি (9 Road) রাস্তায় ১৭ ঘণ্টা (17 Hours) যান চলাচল (Traffic) একমুখী লেনে বন্ধ থাকবে (Restricted) বলে বিজ্ঞপ্তি জারি করল ট্রাফিক পুলিশ। ওইদিন ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত কলকাতার নটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কোন কোন রাস্তা?
ট্রাফিকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোডে (হেয়ার স্ট্রিট থেকে উডমান্ড স্ট্রিট), বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি (বিকে পাল থেকে লালবাজার)।

সেইসঙ্গে কলকাতার বেশ কিছু বেসরকারি স্কুল ওইদিন ক্লাস করাবে অন লাইনে। তা ছাড়া বেশ কিছু স্কুল পুরোপুরি ছুটিও ঘোষণা করে দিয়েছে। যানজটে যাতে ছাত্রছাত্রীদের ভোগান্তি না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত বলে স্কুলগুলির পক্ষ থেকে জানানো হয়েছে।