Latest News

তেলের দাম বাড়লে অন্য খরচ কমান, পরামর্শ রাজস্থানের মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যখন দেশ জুড়ে বনধ পালিত হচ্ছে, তখন ভুক্তভোগীদের জন্য এক বিশেষ পরামর্শ দিলেন রাজস্থানের মন্ত্রী। তাঁর নাম রাজকুমার রিনওয়া। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম খুব বেশি। কেন্দ্রীয় সরকার এখানে কী করবে? লোকে এই কথাটাই বোঝে না। তেলের দাম যখন বাড়ে, তখন অন্য খরচ কমানো উচিত।

রাজস্থানের সরকার অবশ্য ইতিমধ্যে রাজ্যে তেলের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। তেলের ওপরে রাজ্য যে শুল্ক নিয়ে থাকে তা কমিয়ে দিয়েছে কিছু পরিমাণে। এর ফলে পেট্রল ও ডিজেলের লিটার প্রতি দুটাকা করে কমেছে রাজস্থানে।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই।  কিন্তু তেলের ওপরে কেন্দ্র ও রাজ্য সরকার শুল্ক আদায় করে।  কেন্দ্র অথবা রাজ্য যদি শুল্ক কমায়, তা হলে তেলের দর কিছু পরিমাণে কমতে পারে।  কিন্তু এক্ষেত্রে সরকার ক্ষতিগ্রস্ত হয়।  অথবা সেই ক্ষতির বোঝা চাপিয়ে দেওয়া হয় তেল কোম্পানিগুলোর ওপরে।

You might also like