Latest News

তেলেঙ্গানায় ভোট কি এবছরের শেষে? নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শিগগির

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবারই তেলেঙ্গানা বিধানসভা ভেঙে দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।  শুক্রবার নির্বাচন কমিশন বৈঠকে বসে সিদ্ধান্ত নেবে ডিসেম্বরে রাজস্থান, ছত্তিসগড় ও মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের সময় তেলেঙ্গানাতেও ভোট করানো যায় কিনা।

কোনও রাজ্যে বিধানসভা ভেঙে দেওয়ার ছয়মাসের মধ্যে ভোট করতে হয়। নির্বাচন কমিশনের এক অফিসার জানিয়েছেন, কোথাও ভোট করতে গেলে খেয়াল রাখতে হয়, সেখানে কখন পরীক্ষা হয়, উৎসব হয়, বছরের কোন সময় আবহাওয়া কেমন থাকে। তেলেঙ্গানার ক্ষেত্রেও সেসব বিবেচনা করে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে ।

তেলেঙ্গানায় ভোট হওয়ার কথা ছিল আগামী বছরের জুন মাসে। কিন্তু তখন দেশ জুড়ে লোকসভা ভোটের দামামা বেজে উঠবে। চন্দ্রশেখর রাওয়ের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, তিনি চান না লোকসভা ভোটের সঙ্গে তেলেঙ্গানায় নির্বাচন হোক।  কারণ তখন সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ বছরের কাজ নিয়ে আলোচনা করবে।  তেলেঙ্গানার ভোটেও তার প্রভাব পড়বে।

চন্দ্রশেখর রাও চান মানুষ তাঁর কাজের ভিত্তিতেই ভোট দিক।

You might also like