Latest News

শেষপর্যন্ত বিধানসভা ভেঙে দিলেন চন্দ্রশেখর, তেলেঙ্গানায় অকাল ভোট

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার দুপুরে তেলেঙ্গানার রাজ্যপাল ই এস এল নরসিংহমের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁকে অনুরোধ জানালেন, বিধানসভা ভেঙে দেওয়া হোক। এর ফলে তেলেঙ্গানায় ভোট হতে চলেছে চলতি বছরের শেষদিকে। বিধানসভা পুরো মেয়াদ শেষ করলে ভোট হত ২০১৯ সালের মাঝামাঝি।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, চন্দ্রশেখর রাও বিধানসভা ভেঙে দিতে চলেছেন। কিন্তু কবে এসম্পর্কে সিদ্ধান্ত নেবেন জানা যায়নি।  গত রবিবার রঙ্গা রেড্ডি স্টেডিয়ামে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির জনসভা হয়। অনেকে আশা করেছিলেন, ওই সভায় তিনি সরকার ভেঙে দেওয়ার কথা ঘোষণা করবেন। কিন্তু সবাইকে হতাশ করে চন্দ্রশেখর রাও বলেন, কবে সরকার ভাঙা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে একা তাঁরই ।

কংগ্রেসের অভিযোগ, রাজ্যে জনপ্রিয়তা কমছে বলেই চন্দ্রশেখর রাও তড়িঘড়ি ভোটে যেতে চাইছেন। অন্যদিকে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বলেছে, রাজ্যে এখন আমাদের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। কিন্তু তাহলে কেন তারা সরকার ভেঙে দিল জানা যাচ্ছে না।

You might also like