
বিলাসিনী গণেশকে সাহায্য করতেন তাঁর স্বামী গ্রেগরি বেলচার। তাঁকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ডিসেম্বরে দুজনের বিচার শুরু হয়। সরকারপক্ষ আদালতে যে তথ্যপ্রমাণ পেশ করে তাতে জানা যায়, ক্যালিফোর্নিয়ার সারাটোগা শহরে প্র্যাকটিস করতেন ৪৭ বছরের বিলাসিনী ও তাঁর ৫৬ বছরের স্বামী গ্রেগরি। বিচারপতি লুসি কো নির্দেশ দিয়েছেন, জেল বাদে বিলাসিনীকে ৩ লক্ষ ৪৪ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে হবে। তিনি মিথ্যা কথা বলে যে বিমা সংস্থাগুলি থেকে টাকা তুলে নিয়েছেন, তারা ওই অর্থ পাবে। বিলাসিনীর কারাবাসের মেয়াদ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে ।