
এদিন মাদ্রাজ হাইকোর্টে টোল প্লাজা নিয়ে একাধিক আবেদনের শুনানি হয়। তার মধ্যে একটি আবেদন ছিল এল অ্যান্ড টি কৃষ্ণগিরি-ওয়াল্লাজাপেট টোলওয়ে লিমিটেডের। তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট লিমিটেডের ভিল্লুপুরম ও সালেম ডিভিশন যাতে ফি মিটিয়ে দেয় সেজন্য ওই সংস্থা কোর্টের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি হুলুওয়াদি জি রমেশ এবং বিচারপতি এম ভি মুরালিধরনের বেঞ্চ ওই আবেদন শোনে।
বিচারপতিরা বলেন, ভিআইপি এবং কর্মরত বিচারকরাও অনেক সময় টোল প্লাজায় ১০-১৫ মিনিট অপেক্ষা করতে বাধ্য হন। ব্যাপারটা দুর্ভাগ্যজনক। এর পরেই অন্তর্বর্তী রায়ে বলা হয়, ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে প্রতিটি টোল প্লাজায় বিশেষ লেন তৈরী করতে হবে। সেই লেন দিয়ে ভিআইপি ও কর্মরত বিচারকরা বিনা বাধায় যাতায়াত করবেন।
হাইকোর্ট সতর্ক করে বলেছে, সংশ্লিষ্ট কতৃর্পক্ষ যদি এই রায় অনুযায়ী ব্যবস্থা না নেয়, তা হলে শো-কজ নোটিশ দেওয়া হবে।