
দ্য ওয়াল ব্যুরো : গুজরাতের বানসকন্থা জেলার চালভা গ্রামে এক পরিবারের জিপ চুরি গিয়েছিল ৩৫ বছর আগে। বুধবার সকালে তারা আশ্চর্য হয়ে দেখল সেই জিপ নিয়ে বাড়ির সামনে হাজির এক ব্যক্তি।
পরিবারের কর্তার নাম দীনেশ সোনি। বয়স ৪০। তাঁর বাবা সুনীল ৩৫ বছর আগে ঠক্কর নামে স্থানীয় একজনের থেকে জিপটি কিনেছিলেন। কেনার কয়েকদিনের মধ্যে জিপটি চুরি যায়। পরে জানা যায়, ঠক্কর চোরাই জিপ বিক্রি করেছিল। গাড়ির আসল মালিক কে, জানা যায়নি।
বুধবার সকালে যে ব্যক্তি জিপটি ফেরত দিয়ে যায়, সে দীনেশ অথবা তাঁর বাড়ির কারও সঙ্গে দেখা করেনি। তাদের এক আত্মীয়কে বলে গিয়েছে, আমার দাদু জিপটি চুরি করেছিলেন। তিনি আমাকে সেকথা বলার পরেই ফেরত দিতে এসেছি।
দীনেশ জানিয়েছেন, তাঁর বাবা জিপটি কিনেছিলেন ১ লক্ষ টাকা দিয়ে। তখনকার দিনে ১ লক্ষ টাকা মানে অনেক। চুরি যাওয়ার পরে তাঁরা পুলিশকেও জানাননি। কারণ জানতে পেরেছিলেন, ওটি ছিল চোরাই জিপ। পুলিশ যদি জানতে পারে তাঁরা চুরির মাল কিনেছেন, তাহলে বিপদ হবে।
দীনেশ গ্রামে জুয়েলারির দোকান চালান। জিপ ফেরত পেয়ে তাঁরা খুব খুশি। এতদিন বাদে জিপটির অবস্থা খুব একটা ভালো নেই। তাতে দীনেশদের কিছু যায় আসে না। জিপ ফেরত আসার ঘটনাকে তাঁরা ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করছেন। ২০ গ্রাম সোনার গয়না দিয়ে গ্রামের মন্দিরে দেবতার পুজো দিয়েছেন।