Latest News

উত্তরাখণ্ডে বন্যা, স্রোতে ভেসে গেল অয়েল ট্যাংকার

দ্য ওয়াল ব্যুরো : উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরে। রাজ্যের বেশ কয়েকটি অঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার উত্তরপ্রদেশের বিজনৌর থেকে উত্তরাখন্ড পর্যন্ত এক রাস্তার ওপর দিয়ে বইছিল বন্যার জল। এক অয়েল ট্যাংকারের চালক ভেবেছিলেন, তার ওপর দিয়েই পার হয়ে যাবেন। কিন্তু জলের প্রবল স্রোতের কাছে হার মানতে হল গাড়িকে। নিকটবর্তী ঘর্ঘরা নদীর জল ভাসিয়ে নিয়ে গেল ভারী ট্যাংকার।

ঘর্ঘরা নদীর পাড়ে দাঁড়িয়ে এক ব্যক্তি ট্যাংকার ভেসে যাওয়ার ভিডিও চিত্র তুলেছেন। তাতে দেখা যাচ্ছে অত বড় গাড়ি জলের স্রোতে ওলটপালট খেতে খেতে ভেসে যাচ্ছে। ট্যাংকারের গায়ে লেখা ভারত পেট্রলিয়াম কথাটিও দেখা যাচ্ছে স্পষ্ট করে। গাড়িতে চালক ছাড়া আরও দু’জন ছিলেন। তিনজনে মিলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। তাঁরা নিখোঁজ হয়ে গিয়েছেন ।

অয়েল ট্যাংকারের চালক ও অপর দুজনকে উদ্ধারের জন্য নদীর পাড়ে অনেকে জড়ো হন। জেলা প্রশাসনকেও খবর দেওয়া হয়।

উত্তরাখণ্ডে উত্তরকাশী ও উধমসিং নগর জেলায় বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। উধমসিং নগরের বাজপুর অঞ্চলে বন্যা হয়ে গিয়েছে। উত্তরাখণ্ডে শনি-রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

You might also like