
দ্য ওয়াল ব্যুরো : এভরি জার্নি হ্যাজ অ্যান এন্ড। সব যাত্রাই একসময় শেষ হয়। টুইটারে এমনই লিখে আম আদমি পার্টির নেতা আশুতোষ ঘোষণা করেছিলেন, দল ছাড়ছেন। কিন্তু দলের সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল পাল্টা টুইট করে জানিয়েছেন, এ জীবনে তোমাকে ছাড়ছি না।
আশুতোষ নিজে বলছেন, ব্যক্তিগত কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন অন্য কথা। আশুতোষের সঙ্গে আপের বিরোধ শুরু জানুয়ারি মাস থেকে। তখন রাজ্যসভায় পাঠানোর মতো উপযুক্ত প্রার্থী খুঁজছিলেন কেজরিওয়াল। অনেকেই ভেবেছিলেন, আশুতোষ প্রার্থী হতে পারেন। কিন্তু কেজরিওয়াল তাঁকে প্রার্থী করেননি। আপের এক প্রতিষ্ঠাতা সদস্য কুমার বিশ্বাস তার পরেই দল ছাড়েন।
How can we ever accept ur resignation?
ना, इस जनम में तो नहीं। https://t.co/r7Y3tTcIOZ
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 15, 2018
আশুতোষ বলেছেন, তিনি আচমকা দল ছাড়ার সিদ্ধান্ত নেননি। অনেক ভেবেচিন্তে ঠিক করেছেন, রাজনীতি থেকে অবসর নেবেন। মিডিয়ার বন্ধুদের উদ্দেশে এক টুইটে লিখেছেন, আমার প্রাইভেসিকে সম্মান করুন। আমি কারও কাছেই আমার অবসরের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলব না।
আপের নেতা সঞ্জয় সিং জানিয়েছেন, আশুতোষ যাতে দলে থাকেন সেজন্য তাঁকে বোঝানো হবে।