Latest News

লাদাখে চিনা ফৌজের সঙ্গে লড়াই, স্বাধীনতা দিবসে সাহসিকতার মেডেল পাচ্ছেন সেই জওয়ানরা

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা নির্ঘুম জেগে থাকেন বলেই নিশ্চিন্তে ঘুমোতে পারে দেশবাসী। বর্ডার পুলিশের সেই সমস্ত নির্ভিক অফিসারদের এবার স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে দেওয়া হচ্ছে সাহসিকতার পুরস্কার।

ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ২৩ জন কর্মীর হাতে আগামীকাল স্বাধীনতা দিবসের দিন পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি তুলে দেওয়া হবে। এঁদের মধ্যে থাকবেন গত বছর লাদাখ সীমান্তে চিনের সঙ্গে মোকাবিলায় রুখে দাঁড়ানো জনা কুড়ি জওয়ানও। যে সাহসিকতার পরিচয় তাঁরা দিয়েছিলেন, তারই পুরস্কার স্বরূপ ৭৫ তম স্বাধীনতা দিবসে মেডেল পাবেন তাঁরা।

ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয়।

আগামীকাল যাঁদের হাতে মেডেল তুলে দেওয়া হবে তাঁদের মধ্যে তিন জন অফিসার চিনের সঙ্গে সীমান্ত দ্বন্দ্বে উপস্থিত ছিলেন না। তাঁরা সম্মান পাবেন ছত্তীসগড়ে মাওবাদী-বিরোধী যুদ্ধে প্রাণপণ লড়াইয়ের জন্য।

গত বছর কোভিড আবহেই লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। চিনের লাল ফৌজের সঙ্গে সীমান্ত দ্বন্দ্বে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২০ জন ভারতীয় সেনা। পাল্টা আক্রমণে চিনের তরফেও প্রাণহানি ঘটেছিল অনেক। সেই থেকে সীমান্ত দ্বন্দ্ব জারি রয়েছে এখনও। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

You might also like