Latest News

কন্যাশ্রীর ফর্ম বিক্রি হচ্ছে কুড়ি টাকায়, কলেজ ক্যান্টিনে ফটোকপি করে

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: কন্যাশ্রীর জন্য আবেদনপত্র চাই? তা হলে সোজা চলে যেতে হবে কলেজের ক্যান্টিনে। কারণ পুরুলিয়ার নিস্তারিণী কলেজের ক্যান্টিনেই নাকি মিলছিল কন্যাশ্রীর ফর্ম। সর্বত্র বিনে পয়সায় দেওয়া হলেও, এখানে একেকটা ফর্মের দাম ২০ টাকা।

অভিযোগ, ছাত্রীদের ধোঁয়াশায় রেখে দিনের পর দিন কলেজের অন্দরে অসাধু চক্র সক্রিয় থাকলেও অধ্যক্ষার কাছে কোনও খবর ছিল না।

প্রথম বর্ষের সংস্কৃত বিভাগের দুই ছাত্রী জানান, কয়েকদিন আগে কলেজের নোটিশ বোর্ডে পরিষ্কার বলা হয়েছিল ক্যান্টিন থেকে কন্যাশ্রীর ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে। না হলে ফর্ম গ্রহণযোগ্য হবে না। কিন্তু টাকার কথা সেখানে উল্লেখ করা হয়নি। তাঁরা বলেন, ‘‘কন্যাশ্রীর সুবিধা পাওয়ার আশায় বাধ্য হয়েই ক্যান্টিনে গিয়ে সেই ফর্ম সংগ্রহ করি। কিন্তু বিনিময়ে ক্যান্টিন কর্তৃপক্ষকে ২০ টাকা করে দিতে হয়।’’ ফটোকপি করা এই কাগজের জন্য কেন ২০ টাকা করে দিতে হবে প্রশ্ন তোলেন ভুক্তভোগী অনেক ছাত্রী। কলেজের অফিস থেকে না দিয়ে কেনই বা কলেজের ক্যান্টিন থেকে ফর্ম দেওয়া হচ্ছে ওঠে সে প্রশ্নও।

মঙ্গলবারও ক্যান্টিনে গিয়ে দেখা যায়, ভেতরে ছাত্রীদের ভিড়। সেখানে ফটোকপি করে ২০ টাকার বিনিময়ে দেদার বিক্রি হচ্ছে কন্যাশ্রীর ফর্ম। ছাত্রীরা তা কিনছেনও।

কলেজ কর্তৃপক্ষের দাবি, পুরো বিষয়টাই হয়েছে তাঁদের অগোচরে। টাকা নিয়ে যে ফর্ম দেওয়া হচ্ছে এটা ছাত্রীরা জানাননি তাঁদের। তাই তাঁরাও বিষয়টি জানতে পারেননি। কলেজের অধ্যক্ষা ইন্দ্রাণী দেব বলেন, ‘‘কলেজের অফিস থেকেই কন্যাশ্রীর ফর্ম বিলির নিয়ম। কিন্তু আমাদের কলেজে প্রায় সাড়ে চার হাজার ছাত্রী রয়েছে। তার মধ্যে চার হাজার ছাত্রীই কন্যাশ্রীর আওতাধীন। এত ছাত্রীকে ফর্ম দেওয়ার পরিকাঠামো আমাদের নেই। তাই ডিলিং অ্যাসিস্ট্যান্ট এবং ক্যান্টিন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্রীদের তথ্য যাচাই করে কন্যাশ্রীর ফর্ম দেওয়ার জন্য। কিন্তু ২০ টাকার বিনিময়ে সেই ফর্ম ছাপিয়ে ছাত্রীদের বিক্রি করা হচ্ছে বিষয়টি আমার জানা ছিল না। এটা সম্পূর্ণ বেআইনি। ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনও অনুমোদনও নেওয়া হয়নি। আমি অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’’

আজ বুধবার নিস্তারিণী কলেজে ক্যান্টিন থেকে কন্যাশ্রীর ফর্ম দেওয়া বন্ধ হয়ে গেছে। তবে এতদিন ধরে যাঁরা টাকা নিয়ে কন্যাশ্রীর ফর্ম বিলি করলেন তাঁদের বিরুদ্ধে আদৌ কোনও ব্যবস্থা নেওয়া হবে কি? সে ব্যাপারে অবশ্য কিছু জানায়নি কলেজ কর্তৃপক্ষ।

You might also like