Latest News

৩৫৫টি আসন ফাঁকা প্রেসিডেন্সিতে, বাকি আরও দু’দফার কাউন্সেলিং

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দফার কাউন্সেলিং শেষ হওয়ার পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থেকে গেল ৩৫৫টি আসন! যার মধ্যে স্নাতক স্তরের ২১৬টি এবং স্নাতকোত্তরের ১৩৯টি আসন রয়েছে ফাঁকা। এই আসনগুলি পূরণে ২৩ আগস্ট স্নাতকোত্তর এবং ২৪ আগস্ট স্নাতকে দ্বিতীয় দফার কাউন্সেলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতেও সব আসন পূরণ না হলে তৃতীয় দফার কাউন্সেলিং হবে।

দু’টি স্তরেই ফাঁকা থেকে যাওয়া আসনের সিংহভাগই সংরক্ষিত। স্নাতকে সব থেকে বেশি আসন ফাঁকা রয়েছে হিন্দিতে। তার পরেই পদার্থবিদ্যা, রসায়ন, দর্শন, গণিত, অর্থনীতি ও জীববিদ্যায় খালি রয়েছে আসন। স্নাতকোত্তরেও হিন্দিতেই সব থেকে বেশি, ২৭টি আসন ফাঁকা। দর্শনে ২১টি, রসায়নে ১৭টি, অর্থনীতিতে ১১টি, রাশিবিজ্ঞানে ১৯টি আসন এখনও পূরণ হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ফাঁকা থেকে যাওয়া আসনের ৮৪ শতাংশই সংরক্ষিত। দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের পরেও আসন না-ভর্তি হলে, সেগুলি অসংরক্ষিত করা হবে। যে-হেতু ১ আগস্ট থেকে ইতিমধ্যেই ক্লাস শুরু হয়ে গেছে, তাই ভর্তি প্রক্রিয়া এই মাসের মধ্যেই শেষ করে ফেলতে চান কর্তৃপক্ষ। তাই তৃতীয ও শেষ দফার কাউন্সেলিংও চলতি মাসেই সেরে ফেলার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, শুধু প্রেসিডেন্সি নয়, রাজ্যের আরও বহু কলেজেই, বিশেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতেও স্নাতক স্তরে অনেক আসন ফাঁকা। যা পূরণে ২০ আগস্ট পর্যন্ত ভর্তির সময় সীমা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্সিতে গত বছরেও অনেক আসন ফাঁকা থেকে গিয়েছিল। গত বছরে অবশ্য সংরক্ষিত আসন অংসরক্ষিত করা হয়নি, যা নিয়ে তুমুল বিতর্ক হয়। এ বছর প্রথম থেকেই আসন ভরাতে সচেষ্ট প্রেসিডেন্সি। ভর্তি প্রক্রিয়া দেরিতে শুরু করা হয়েছে। তিন দফায় কাউন্সেলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংরক্ষিত আসন অসংরক্ষিত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

You might also like