Latest News

ইমরানের চিন সফরে আগে আক্রান্ত পাকিস্তানের দুই সেনা ঘাঁটি

দ্য ওয়াল ব্যুরো : খুব শীঘ্রই পাকিস্তানের (Pakistan) বালুচিস্তান প্রদেশে (Baluchistan Province) বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে চিন (China)। তার আগে সেখানে বড় ধরনের হামলা চালাল বিচ্ছিন্নতাবাদীরা। পাকিস্তানের সেনা সূত্রে খবর, বুধবার রাতে বালুচিস্তানে তাদের দু’টি ঘাঁটি আক্রান্ত হয়েছে। নিহত হয়েছেন এক সৈনিক। মারা গিয়েছে চার বিচ্ছিন্নতাবাদীও। খুব শীঘ্রই বেজিং-এ উইন্টার অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার আগে ওই হামলা হওয়ায় অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ।

বৃহস্পতিবার ইমরান বিবৃতি দিয়ে বলেন, “আমি সাহসী সৈনিকদের স্যালুট জানাই। তাঁরা জঙ্গি হানা ব্যর্থ করে দিয়েছেন।” সেনা ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি নামে এক সংগঠন। তাদের দাবি, এক আত্মঘাতী জঙ্গি সেনা ঘাঁটির ফটকের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। তাতে ৫০ জন সৈনিক মারা গিয়েছেন।

গত সপ্তাহে বালুচ জঙ্গিরা আরব সাগরে গাওয়াদার বন্দরের কাছে হামলা চালায়। ১০ জন সৈনিক মারা যান। বহু বছর বাদে জঙ্গি হানায় এতজন পাকিস্তানি সৈনিক মারা গিয়েছেন।

পাকিস্তানের সেনা জানিয়েছে, বুধবার পাঞ্জগুর জেলা ও নৌশকি জেলায় দু’টি সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। দু’টি জায়গাতেই জঙ্গিদের আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে। বালুচ জঙ্গিদের বক্তব্য, পাকিস্তান সরকার তাদের প্রদেশের প্রাকৃতিক সম্পদ আহরণ করে। কিন্তু বিনিময়ে তারা কিছু পায় না। সাধারণত বালুচ গেরিলারা প্রাকৃতিক গ্যাস উত্তোলন প্রকল্পে হামলা চালায়। অতীতে চিনাদের বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পের ওপরেও তারা আক্রমণ চালিয়েছে। পরে পাকিস্তান সরকার চিনাদের আশ্বাস দিয়েছে, ওই প্রকল্পগুলি যে কোনও মূল্যে জঙ্গি হানা থেকে রক্ষা করা হবে।

বালুচিস্তানে গাওয়াদার বন্দরের আধিনিকীকরণে অর্থ বিনিয়োগ করেছে চিন। তাছাড়া ওই প্রদেশের ওপর দিয়ে তৈরি হচ্ছে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। সেখানেও চিন ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানা গিয়েছে।

You might also like