Latest News

শাহরুখের বাড়িতে ঘাপটি মেরেছিল দুই যুবক! সামনে এল তাঁদের পরিচয়

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহখানেক আগে মাঝরাতে সবার অলক্ষ্যে শাহরুখ খানের (Shah Rukh Khan) মন্নত (Mannat)-এ ঢুকে পড়েছিলেন অভিনেতার দুই অনুরাগী। প্রায় আটঘণ্টা লুকিয়ে থাকার পর ধরা পড়েন দু’জন। নিজের বাড়িতে দুই অচেনা যুবককে (trespassers) দেখে স্বাভাবিকভাবেই ঘাবড়ে যান কিং খান। জানা গেছে, তাঁদের গ্রেফতার (arrest) করেছে পুলিশ।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার মাঝরাতে মন্নতের পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন দুই যুবক। একজনের নাম পাঠান সাহিল সেলিম, অপরজন রাম শরাফ কুশওয়ালা। পুলিশের কাছে ওই দুই যুবক জানিয়েছে, তাঁরা গুজরাটের ভরুচ এলাকার বাসিন্দা। আর দু’জনেই শাহরুখ খানের অন্ধভক্ত। বলিউড বাদশাকে সামনে থেকে দেখার জন্যই তাঁরা এমন কাণ্ড ঘটিয়েছেন। অন্য কোনও উদ্দেশ্য বা মতলব তাঁদের ছিল না।

উল্লেখ্য, ওই দুই যুবক গত বৃহস্পতিবার মাঝরাতে মন্নতের তিনতলায় শাহরুখ খানের মেকআপ রুমে ঢুকে পড়েছিলেন। সেখানেই রাত থেকে সকাল পর্যন্ত প্রায় আটঘণ্টা লুকিয়েছিলেন। অবশেষে সকাল সাড়ে দশটা নাগাদ মন্নতের এক কর্মচারী দুই অপরিচিত ব্যক্তিকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে হাতেনাতে ধরে ফেলে ওই শাহরুখ ভক্তদের।

এদিকে বাড়ির ভিতর দুই অচেনা যুবককে দেখে অবাক হয়ে যান শাহরুখও। কীভাবে তাঁরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ভিতরে ঢুকে পড়েন, তা ভেবেই কূলকিনারা পাচ্ছিলেন না বাদশা। যদিও ভক্ত বলে তাঁদের রেয়াত করেননি শাহরুখ। পাঠান সাহিল সেলিম ও রাম শরাফ কুশওয়ালা- দু’জনকেই বান্দ্রা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দুই যুবকের বিরুদ্ধেই অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর জিমে ফিরলেন সুস্মিতা সেন, অভিনেত্রীর ছবি দেখে আশ্বস্ত অনুরাগীরা

You might also like