Latest News

যোগীরাজ্যে ছ’বছরের ছেলেকে ধর্ষণ করে খুন! গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: ছ’বছর বয়সী এক বাচ্চাকে ধর্ষণের (rape) ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ। জানা গেছে, বছর ছয়ের ওই কিশোর খেলতে বেরিয়েছিল। সেইসময় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দু’জন। এমনকি খুনও করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাঘপাত জেলায়।

পুলিশ জানিয়েছে, বছর ছয়েকের এক ছেলেকে অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আধিকারিক দেবেশ কুমার শর্মা জানান, সোমবারই এই বাচ্চাটা নিখোঁজ হয়েছিল। সেদিনই তার পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। জানা গেছে, অভিযুক্ত দুই যুবকের নাম প্রদীপ এবং রইস।

পুলিশের কাছে দুই অভিযুক্ত জানান, ওই শিশুটি সোমবার নিজের বাড়ির বাইরেই খেলছিল। তখনই তারা বাচ্চাটিকে অপহরণ করে একটি মাঠে নিয়ে যায়। সেখানেই ছেলেটির উপর যৌন নির্যাতন চালানো হয়। ধর্ষণ করার পর তারা বাচ্চাটিকে খুন করে এবং পাশেই একটি কুয়োর মধ্যে তার লাশ ফেলে দেয়।

এরপর মঙ্গলবার সকালে গ্রামবাসীরা সেই লাশটি উদ্ধার করেন। পরে ছেলের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। আপাতত সেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই তদন্ত এখনও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বাগুইআটির দুই ছাত্রের দেহ মিলল বসিরহাটে, অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের

You might also like