
দ্য ওয়াল ব্যুরো: বিহারে লুঠ, খুনোখুনির ঘটনা নতুন নয়। এমন অনেক এলাকা ছিল যেখানে সূর্যাস্তের পর কেউ যেতে সাহস পেতেন না। রাতারাতি ট্রেনের ইঞ্জিন থেকে আস্ত মোবাইলের টাওয়ার চুরি যাওয়ার ঘটনাও সামনে এসেছে। সবকিছু ছাপিয়ে চোরেরা এবার গোটা রেললাইনই চুরি (Bihar Rail Track Theft) করে চম্পট দিল!
সম্প্রতি বিহারের (Bihar) সমস্তিপুর জেলায় দীর্ঘ ২ কিলোমিটার লম্বা রেললাইন চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনার পিছনে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে দু’জন রেল পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।
ঘটনাটি ঘটে গত ২৪ জানুয়ারি। জানা গেছে, সমস্তিপুর জেলার যে এলাকায় এই চুরির ঘটনাটি ঘটেছে সেখানে একটি চিনিরকল ছিল। আগে এই কলে মাল আনা-নেওয়ার জন্য এই লাইন ব্যবহৃত হত। কিন্তু, সেই চিনির কল দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে পরিত্যক্ত হয়েছিল রেললাইনটা।
সেই রেললাইনটা এবার নজরে পড়েছে চোরেদের। স্থানীয় রেল সূত্রে খবর, যেহেতু এই রেললাইন ব্যবহার হত না, তাই সেটি নিলামে তোলার কথা ছিল। নিলামে ওঠা মানেই টেন্ডার ডাকা। সেই খবর ছড়িয়ে পড়তেই চোরেরা রেললাইন চুরি করে বিক্রি করে দেয়।
প্রসঙ্গত, এই ঘটনায় ইতিমধ্যেই দ্বারভাঙ্গা আরপিএফ পোস্টে মামলা দায়ের হয়েছে। তদন্তে নেমে দু’জন রেল পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে তাঁদের যোগসাজশ রয়েছে তার প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই চুরির ঘটনায় রেলকর্মীর কেউ কেউ যুক্ত রয়েছে।
সিপিএম-কংগ্রেসের সঙ্গে গোপন আঁতাত করেছে মথা, ত্রিপুরার প্রচারে গিয়ে বললেন শাহ