Latest News

সাংবাদিক ডেকে এনকাউন্টার করে দুজনকে মারল উত্তরপ্রদেশের পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার ভোরে দুজনকে গুলি করে মারল উত্তরপ্রদেশের পুলিশ।  সাংবাদিকরা সেখানে উপস্থিত থেকে পুরো ঘটনার ছবি তুললেন। তাঁদের পুলিশই ডেকে এনেছিল। সেই ভিডিও ফুটেজ এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তাতে দেখা যাচ্ছে আলিগড়ের পুলিশ বন্দুকের লক্ষ স্থির করে গুলি চালাচ্ছে।

পুলিশের দাবি, যে দুজনকে গুলি করে মারা হয়েছে, তাদের নাম মুস্তাকিম ও নৌশাদ। তারা গত মাসে ছয়জনকে খুন করেছে। আলিগড়ের পুলিশ প্রধান অজয় সাহনি বলেছেন, শুক্রবার ভোর সাড়ে ছটা নাগাদ এই এনকাউন্টার হয়েছে। দুই ব্যক্তি বাইকে চড়ে এক পুলিশ চৌকির সামনে দিয়ে যাচ্ছিল। পুলিশ তাদের থামতে বললে তারা গুলি চালায়।  পুলিশ তাড়া করলে দুজন চার কিলোমিটার দূরে এক পরিত্যক্ত সরকারি ভবনে লুকিয়ে পড়ে।  সেখান থেকে পুলিশকে লক্ষ করে গুলি চালাতে থাকে।  পুলিশও পাল্টা গুলি চালায়।  তখন গুলি লেগে দুজন আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

বিজেপি নেতা যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে ২০১৭ সালের মার্চ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, মৃতরা সকলেই দাগী অপরাধী।

You might also like