Latest News

নিজের বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুজনের! মর্মান্তিক ঘটনা সিউড়িতে

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা (Accident) বীরভূমের (Birbhum) সিউড়িতে। দেওয়াল (Wall) চাপা পড়ে মৃত্যু (Death) হল দুই ব্যক্তির। আহত আরও একজন।

ঘটনাটি ঘটেছে সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত নগরী গ্রাম পঞ্চায়েতের আমগাছি গ্রামে। মৃত দুজন ব্যক্তির নাম রাম হাঁসদা (৩০) ও শিবশম্ভু মুর্মু (২৫)। জানা গেছে, শুক্রবার সকালে নিজেদের বাড়িতেই কাজ করছিলেন ওই দুজন। তাঁদের সঙ্গে ছিলেন আরও একজন। সেই সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি নির্মীয়মান দেওয়াল।

সঙ্গে সঙ্গে চাপা পড়ে যান তিনজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় র্যাম ও শিবশম্ভুর। গুরুতরভাবে আহত হয়েছেন তৃতীয় ব্যক্তি। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। সিউড়ি সদর হাসপাতালে আজই ময়নাতদন্ত করা হবে মৃতদের।

মৃত্যুও দাগ কাটে না, বর্ধমানে ফের বিষমদের বলি ২ যুবক

You might also like