
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সাতসকালে মুম্বইয়ে বহুতলে (highrise) অগ্নিকাণ্ডে (fire) ৭ জনের মৃত্যু (death) হয়েছে। অন্ততঃ ১৭ জন জখম হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক (critical) বলে খবর। মহানগরীর তারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কে গান্ধী হাসপাতালের বিপরীতে ২০ তলা কমলা বিল্ডিংয়ের ১৮ তলায় সকাল সাতটায় আগুন দেখা যায়। ক্রমশ তা ভয়াবহ, বিধ্বংসী (devastating) চেহারা নেয়। তবে কয়েক ঘণ্টা বাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। ৬ জন বয়স্ক মানুষের শ্বাসকষ্টের ফলে অক্সিজেন সাপোর্ট লেগেছে, তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বলেছেন, আগুন নিয়ন্ত্রণে। তবে কালো ধোঁয়ার কুণ্ডলীতে চারপাশ ঢেকে রয়েছে। সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
কী করে আগুন লেগেছে, জানা যায়নি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে ১৩টি দমকল ইঞ্জিন, সাতটি ওয়াটার জেটি। আগুন লেভেল থ্রি বা ভয়াবহ মাত্রার ছিল বলে জানিয়েছেন পুরসভার জনৈক অফিসার। ১৫ জনকে নিয়ে যাওয়া হয় কাছের ভাটিয়া হাসপাতালে। সেখানে ১২ জনকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনজনকে রাখা হয়েছ আইসিইউতে। চারজনকে নিয়ে যাওয়া হয় নায়ার হাসপাতালে। তাঁদের ২ জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান ডাক্তাররা।