Latest News

কর্নাটকে হিজাব নিয়ে বিক্ষোভের সময় মারাত্মক অস্ত্র সহ ধৃত ২

দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকে (Karnataka) ক্লাসরুমে হিজাব (Hijab) পরা নিষিদ্ধ করা হয়েছে। শনিবার সরকারের ওই নির্দেশের বিরুদ্ধে উদিপী জেলার (Udipi District) কুন্দপুরে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল ছাত্রছাত্রী। বিক্ষোভস্থলের কাছ থেকেই মারাত্মক অস্ত্র নিয়ে ধরা পড়ল দুই দুষ্কৃতী। তাদের একজন অতীতেও নানা অপরাধে জড়িত ছিল। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র ও মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করার অভিযোগ আনা হয়েছে।

উদিপীর অতিরিক্ত পুলিশ সুপার এস টি সিদ্দালিঙ্গাপ্পা বলেন, বিক্ষোভস্থলের আশপাশে ঘোরাঘুরি করছিল পাঁচজন। পুলিশকে দেখে তিনজন পালিয়ে যায়। ধরা পড়েছে দু’জন। তাদের কাছে ছুরি ছিল। তারা স্থানীয় লোক নয়। তাদের বাড়ি গাঙ্গোল্লি নামে এক জায়গায়। তারা এখন জেলে আছে। তদন্ত চলছে। ধৃতরা কোনও রাজনৈতিক দলের সদস্য কিনা এখনও স্পষ্ট নয়।

কুন্দপুর পুলিশ নির্দিষ্ট সূত্রে খবর পায়, বিক্ষোভস্থলের কাছে একদল দুষ্কৃতী জড়ো হয়েছে। ধৃত দু’জনের নাম রজব (৪১) ও আবদুল মজিদ (৩২)।

গত শনিবার এক ভিডিও ক্লিপে দেখা যায়, একদল ছাত্র গেরুয়া চাদর জড়িয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে। অপর এক ভিডিওতে দেখা যায়, গেরুয়া চাদর পরা একদল যুবক বাজারে জড়ো হয়েছে। ওইদিনই ৪০ জন ছাত্রী হিজাব পরে আর্টস অ্যান্ড সায়েন্স কলেজের সামনে বিক্ষোভ দেখায়। কলেজে তাদের ঢুকতে দেওয়া হয়নি।

কুন্দপুরের অপর একটি কলেজে একদল ছাত্র গেরুয়া শাল গায়ে দিয়ে কলেজে ঢুকতে চেষ্টা করেছিল। তারপর কলেজ কর্তৃপক্ষ হিজাব পরে ক্লাস করায় নিষেধাজ্ঞা জারি করে। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেন, হিজাব বা গেরুয়া শাল, কোনওটাই পরে ক্লাসে আসতে দেওয়া হবে না।

You might also like