Latest News

জল নামতেই বাড়ি লাগোয়া নালায় পেল্লাই শাল মাছ, জাল ফেলে তুলল কচিকাঁচারা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : টানা বৃষ্টিতে জলে ডুবে ছিল গোটা এলাকা। জল নামতেই বাড়ি লাগোয়া নালায় উঁকি দিল দুটি পেল্লাই সাইজের শাল মাছ। পাঁচ খুদে মিলে জাল ফেলে টেনে তুললো একটিকে। অন্যটা এখনও নালাতেই।

সম্প্রতি একটানা বৃষ্টিতে করলা নদীর জল ঢুকে প্লাবিত হয় জলপাইগুড়ি পুরসভার পরেশ মিত্র কলোনি সহ আরও বহু এলাকা। করলা নদী লাগোয়া এই এলাকায় গত কয়েকদিন ধরে জলে ডুবে ছিলো। বাড়ি ঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন মানুষ।

বৃষ্টি থামার পর জল নেমে যাওয়ায় মঙ্গলবার থেকে বাড়ি ফিরতে শুরু করেন পরেশ মিত্র কলোনির বাসিন্দারা। বাড়ি ফিরে  গতকাল বিকেলে খেলতে গিয়ে নালার মধ্যে পেল্লাই সাইজের দুটি শাল মাছ দেখতে পায় এলাকার কচিকাঁচারা। আজ সকালে রাকেশ, মুকেশ, বিট্টু, রাজ, কৃষ্ণ সবাই মিলে নালায় নেমে পড়ে। বেশ কিছুক্ষণের চেষ্টায় তারা ধরে ফেলে চার কিলো ওজনের শাল মাছটিকে। বাড়িতে নিয়ে এসে ড্রামে রেখে দেয় সেটিকে।

খবর পেতেই মাছ দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। রাকেশ, মুকেশরা জানায়, আরও একটি শাল মাছ গা ঢাকা দিয়েছে নালায়। সেটিকে তুলে তবেই জোড়া মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যাবে তারা।

You might also like