Latest News

ডলফিন দেখে খুশিতে নদীতে ঝাঁপ! শিকারের খোঁজ পেয়েই আক্রমণ হাঙরের, মৃত্যু কিশোরীর

দ্য ওয়াল ব্যুরো: নদীর ঢেউয়ের তালে তালে মিলিয়ে স্কি (Ski) করছিল ১৬ বছরের কিশোরী। তার মধ্যেই দেখা মিলেছিল ডলফিনের। তাদের সঙ্গে খেলা করার লোভে জলে ঝাঁপ দিয়েছিল সে। কিন্তু সে জানত না, ডলফিনের দলের পিছনেই ছিল বিশালাকার হাঙর। তার আক্রমণেই প্রাণ হারাল নাবালিকা (Girl Killed By Shark)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার পার্থের সোয়ান নদীতে (Swan river)। শনিবার দুপুরে ফ্রেম্যান্টল এলাকার একটি ট্রাফিক ব্রিজের কাছে নদীতে জেট-স্কি করছিল কিশোরী। এই সময় কয়েকটি ডলফিন দেখতে পেয়েই সটান জলে ঝাঁপ দেয় সে। তখনই জলে লুকিয়ে থাকা একটি বিশালাকার হাঙর তাকে টেনে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে ৪টে নাগাদ খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় তারা। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় কিশোরীকে। জল থেকে ডাঙায় তোলার পরেই মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, হাঙরটির আক্রমণে তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। তবে সেটি কোন প্রজাতির হাঙর তা এখনও জানা যায়নি।

সোয়ান নদীতে হাঙরের হামলার ঘটনা নতুন নয়। এর আগে ২০২১ সালে নভেম্বর মাসে একই জায়গায় হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ের। ৫৭ বছর বয়সি ওই ব্যক্তির উপর হামলা চালিয়েছিল একটি গ্রেট হোয়াইট শার্ক। সেটির কামড়েই মৃত্যু হয় ওই ব্যক্তির।

সেই বছরেরই জানুয়ারি মাসে সোয়ান নদীতে সাঁতার কাটার সময় গুরুতরভাবে জখম হয়েছিলেন আরও একজন। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছিলেন, একটি বুল শার্ক (হাঙরের একটি প্রজাতি) অতর্কিতে হামলা চালিয়েছিল ওই ব্যক্তির উপর।

ছিনতাইবাজদের হাত থেকে বাঁচার চেষ্টা, অমৃতসরে ঘুরতে গিয়ে মৃত্যু ভিনরাজ্যের আইনের ছাত্রীর

You might also like