Latest News

দেশে কোভিড আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের বেশি, পজিটিভিটি রেটও ছাড়াল ১০ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সকালে (Sunday Morning) জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় (Last 24 hours) দেশে কোভিডে আক্রান্ত (Covid Infected) হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। অতিমহামারী শুরু হওয়ার পরে এই নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৫৫ লক্ষ ২৮ হাজার ৪ জন। মোট ২৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্ট। দেশে মোট ৩৬২৩ জন ওই ভ্যারিয়ান্টে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে দেশে মোট কোভিড আক্রান্তের মধ্যে অ্যাকটিভ কেসের হার ১.৬৬ শতাংশ। সুস্থ হয়ে ওঠার হার ৯৬.৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪৪২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে দৈনিক পজিটিভিটি রেট এখন ১০.২১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬.৭৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিনের ১৫১ কোটি ৫৮ লক্ষ ডোজ দেওয়া হয়েছে।

চলতি বছরে এক সপ্তাহেরও কম সময়ে দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া হয়েছে ভ্যাকসিনের দু’কোটি ডোজ।

গত ২৪ ঘণ্টায় দেশে ৬১৬ জন নতুন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রেই ওই ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মোট ১০০৯ জন। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩ জন। দেশে মোট যতজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে সেরে উঠেছেন ১৪০৯ জন।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৪৩৪ জন। শুক্রবারের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে পাঁচজন ছিলেন মুম্বইয়ের বাসিন্দা। বাণিজ্যনগরী মুম্বইতে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩১৮ জন।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৮১ জন। গতবছর মে মাসের পরে এই প্রথমবার রাজধানীতে একইদিনে এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হলেন। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন সাতজন। পজিটিভিটি রেট ১৯.৬০ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে মারা গিয়েছেন ৩২৭ জন। গত সপ্তাহে দেশের ‘আর নট’ ভ্যালু ছিল চার। এক কোভিড আক্রান্ত ব্যক্তির থেকে কতজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে, তা বোঝা যায় ‘আর নট’ ভ্যালু থেকে। গতবছর কোভিডের দ্বিতীয় ওয়েভ যখন ছিল তুঙ্গে, তখন দেশের আর নট ভ্যালু ছিল ১.৬৯।

You might also like