Latest News

কত বড় মাছ! দিঘায় ১৫০ কেজির কইভোল, কত দামে বিক্রি হল, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো:  দৈর্ঘ্যে প্রস্থে মানুষের সমান। ওজন ১৫০ কিলো! মুখে তার বড় বড় শুঁড়। দেখলে রূপকথার চরিত্র মনে হতে পারে, তবে তেমন কিছু নয়। দিঘা মোহনায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এমনই এক দৈত্যাকার সামুদ্রিক মাছ। নাম কইভোল।

দেখুন ভিডিও।

বিরল প্রজাতির সেই মাছ দেখতে যথারীতি ভিড় জমে যা সমুদ্রপাড়ে। সচরাচর পাড়ের কাছাকাছি আসে না এই মাছ। কী ভাবে এদিন ভেসে এসেছিল কে জানে! তবে জালে পড়তেই হয়ে গেল দফারফা। চলল দর হাঁকাহাঁকি। শেষমেশ হাজার নয়, ৫ হাজার নয়, একেবারে ৩৫ হাজার টাকায় মাছটিকে কিনে নিয়ে গেলেন লাল্টু নামের এক স্থানীয় ব্যক্তি। কষে রান্না করে কইভোল দিয়ে মধ্যাহ্নভোজ সারাই ছিল লক্ষ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, পারাদ্বীপের কাছে এসএসসি নামের একটি ট্রলারে উঠেছিল এই মাছ। তারপর দিঘার আড়তে এনে ফেলা হয়। সেখান থেকেই চলে যায় গৃহস্থের বাড়ি।

You might also like