Latest News

বাংলাদেশে একাধিক হিন্দু মন্দিরে হামলা! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিগ্রহ, ফেলা হল জলেও

দ্য ওয়াল ব্যুরো: ফের বাংলাদেশে (Bangladesh) হিন্দু মন্দিরে দুষ্কৃতীদের তাণ্ডব (Hindu Temples Vandalised)। রাতের অন্ধকারে উত্তর-পশ্চিম বাংলাদেশের ঠাকুরগাঁও উপজেলার বালিয়াডাঙি এলাকার একাধিক গ্রামে একই সঙ্গে ১৪টি হিন্দু মন্দিরে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বেশ কিছু দেবদেবীর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকটি উদ্ধার করা হয়েছে পুকুর থেকে।

ঠাকুরগাঁও উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চ্যাটার্জি জানিয়েছেন, এই এলাকাটি সম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগে এই ধরনের ঘটনার খবর পাওয়া গেলেও ওই এলাকায় এর আগে এমন কিছু হয়নি বলেই জানিয়েছেন তিনি। ‘সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আমাদের কোনও বিবাদ ছিল না। তাই কিছুতেই বুঝে উঠতে পারছি না কারা এই কাজ করল,’ দাবি তাঁর।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিকল্পিত এই আক্রমণের ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। রবিবার ভোর পর্যন্ত এলাকার বেশ কয়েকটি গ্রামে একের পর এক মন্দিরে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতকারীরা। বিগ্রহ গুলি ভেঙে দেওয়ার পাশাপাশি কয়েকটি দেবদেবীর মূর্তি ফেলে দেওয়া হয় মন্দিরের পার্শ্ববর্তী এলাকার পুকুরেও। ঠাকুরগাঁও থানার প্রধান জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ‘স্পষ্টতই দেশের সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে এই পরিকল্পিত আক্রমণের ঘটনা ঘটানো হয়েছে।’ হামলাকারীদের ধরার জন্য সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঠাকুরগাঁওয়ের প্রশাসনিক প্রধান মাহবুবুর রহমান জানিয়েছেন, দেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই রীতিমতো ষড়যন্ত্র করে হিন্দু মন্দিরে এই হামলা চালানো হয়েছে। ‘এটা একটা অত্যন্ত গুরুতর অপরাধ এবং দোষীরা সকলেই শাস্তি পাবে,’ দাবি তাঁর।

বিধাননগরের গেস্ট হাউসে পর্ন ছবির শ্যুটিং! ভিন রাজ্য থেকে মেয়ে এনে চলছে মধুচক্র

You might also like