Latest News

ধানবাদের বহুতলে সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুন, শিশু-সহ মৃত ১৪! বাড়তে পারে নিহতের সংখ্যা

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের পর এবার ধানবাদের (Dhanbad) এক বহুতলে (apartment) বিধ্বংসী আগুন (massive fire)। জানা গেছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি শিশু ও একজন মহিলা-সহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন দমকল কর্মীরা। তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘটনাটি ঘটেছে ধানবাদের ব্যাঙ্ক মোড থানা এলাকার আশীর্বাদ টাওয়ারের তৃতীয় তলায়।

সূত্রের খবর, মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ ওই বহুতলের তিনতলার বাসিন্দা পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল। বহুতলটি একেবারে প্রধান রাস্তার উপরে হওয়ার কারণে যান-চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়ে।

দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই উদ্ধারকাজ চলাকালীন ধানবাদ ব্যাঙ্ক মোড় থানার ইনচার্জ পিকে সিং অজ্ঞান হয়ে যান।

দমকল কর্মীরা জানাচ্ছেন, আগুন এতটাই ভয়াবহভাবে ছড়িয়েছিল যে বেশ কয়েকটি মৃতদেহ একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সন্দীপ কুমার এবং ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার। দমকল কর্মীরা মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও সেখানে আগুন নেভানোর কাজ চলছে। আর কেউ ভিতরে আটকে রয়েছেন কিনা, তাও দেখা হচ্ছে।

টানা তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীর, ধস নেমে বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে

You might also like