Latest News

ভুয়াে আইপিএস পরিচয়ে জালিয়াতি বিএসএফ অফিসারের, বাজেয়াপ্ত নগদ ১৪ কোটি, সাতটি গাড়ি, স্বর্ণমুদ্রা 

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো আইপিএস পরিচয়ে জালিয়াতি! হরিয়ানায় নিযুক্ত বিএসএফের এক অফিসারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে নগদ ১৪  কোটি টাকা, প্রচুর অলঙ্কার, বিএমডব্লু, জিপ,  মার্সিডিজ সহ সাতটি বিলাসবহুল গাড়ি ও হিসাবহীন সম্পত্তি উদ্ধার হল। অভিযুক্ত বিএসএফের ডেপুটি কম্যান্ড্যান্ট প্রবীণ যাদব গুরগাঁওয়ের মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) সদর দপ্তরে নিযুক্ত ছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে আইপিএস পরিচয় দিয়ে বহু মানুষকে ঠকিয়ে প্রায় ১২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে। প্রবীণের স্ত্রী মমতা যাদব, মেয়ে ঋতু ও আরও এক পরিচিতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, আইপিএস পরিচয় দিয়ে এনএসজি ক্যাম্পাসে  নির্মাণ কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে বহু লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন। এনএসজির নামে জাল অ্যাকাউন্ট খোলা হয়েছিল এজন্য। জালিয়াতির সব টাকা ওই অ্যাকাউন্টে জমা হত। অ্যাকাউন্টটি খুলেছিলেন তাঁর মেয়ে ঋতু, যিনি আবার অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজার। অর্থাত রীতিমতো প্ল্যানমাফিক জালিয়াতি করেছেন প্রবীণ। দিনকয়েক আগে কয়েক কোটি টাকার স্বর্ণমুদ্রাও নাকি কেনেন।

শেয়ার বাজারে লগ্নি করে ৬০ লাখ টাকা লোকসান হয়েছিল প্রবীণের। সেই ক্ষতি পুষিয়ে দিতে তিনি জালিয়াতি, প্রতারণার আশ্রয় নেন বলে জানিয়েছেন গুরগাঁও পুলিশের এসিপি ক্রাইম প্রীত পাল সিং।

পুলিশ সূত্রে আরও খবর, সম্প্রতি প্রবীণের আগরতলায় পোস্টিং পান। কিন্তু অবৈধ রোজগার করে এত প্রচুর টাকা কামিয়ে ফেলেন যে মনে ভয় ধরে যায়, এই বুঝি ধরা পড়ে যাবেন। দিনকয়েক আগে নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। কিন্তু শেষরক্ষা হল কই? আইনের লম্বা হাত তাঁকে ছুঁয়ে ফেলল।

 

You might also like