Latest News

তাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে প্রাণ হারালেন ১৩ জন, হাসপাতালে ভর্তি ৪০

দ্য ওয়াল ব্যুরো: তাইল্যান্ডের এক নাইট ক্লাবে তখন সকলে ব্যস্ত ছিলেন নাচানাচিতে। চলছিল হুল্লোড়। নাচ, গান চলছে। এমন পরিস্থিতিতেই ওই নাইট ক্লাবে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা (Thailand Fire Broke)। এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি ৪০ জনের বেশি মানুষ।

ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে। বৃহস্পতিবার রাতে তখন সেই ক্লাবের অন্দরে চলছে নাচাগানা। তার মধ্যেই হঠাৎই আগুনের হলকা দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই এই আগুন ভয়াবহ আকার নেয়। পড়িমড়ি করে পালানোর চেষ্টা করেন ক্লাবে উপস্থিত সকলেই। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। আগুনে ঝলছে প্রাণ হারান ১৩ জন।

তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও চারজন মহিলা ছিলেন। ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছাতেই দ্রুত সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু হয়। পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন।

জানা গেছে, যখন এই ঘটনা ঘটে তখন ক্লাবে ৮০ জনের মতো উপস্থিত ছিলেন। আগুনের ঘটনায় কয়েকজন সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে সক্ষম হলেও অনেকেই আটকে পড়েন।

‘সিনেমা হলে লুঙ্গি পরে ঢোকা যাবে না কেন?’ বাংলাদেশের ঘটনায় তোলপাড় সোশ্যাল মিডিয়া

You might also like