Latest News

পোষ্য পিটবুলের কামড়ে গুরুতর জখম শিশু, মুখে ১০০-এর বেশি সেলাই পড়ল! গাজিয়াবাদে আতঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: পোষ্য কুকুররের (Pet Dog) শিশুদের (children) কামড়ে দেওয়ার ঘটনায় ক্রমশই উদ্বেগ বাড়ছে। দিন দুয়েক আগেই লিফ্টের মধ্যে এক মহিলার পোষ্য কুকুরের কামড়ে জখম হয়েছিল বছর দশেকের একটি শিশু। তার পরের দিনই নয়ডার একটি লিফ্টের ভিতর একইভাবে এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি জার্মান শেফার্ড কুকুর। সেসবের রেশ কাটতে না কাটতেই আবারও পোষ্য পিটবুল (pit bull) কুকুরের আক্রমণে (Attacked) গুরুতর যখন হল ১১ বছর বয়সি (11 years old) একটি শিশু। কুকুরটির কামড়ে শিশুটির মুখে ১০০টির বেশি সেলাই (more than 100 stitches) করতে হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad)। বাড়ির পাশেই একটি পার্কে খেলছিল পুষ্প ত্যাগী নামে শিশুটি। পাশ দিয়েই একটি পিটবুল কুকুর নিয়ে হাঁটছিল একজন মহিলা। আচমকাই পুষ্পর উপরে ঝাঁপিয়ে পড়ে পিটবুল কুকুরটি। তার আক্রমণে মাটিতে পরে যায় পুষ্প। চেঁচামেচিতে এক ব্যক্তিকে সেখানে দৌড়ে আসতে দেখা যায়। যতক্ষণে পুষ্পকে উদ্ধার করা হয় কুকুরটির কবল থেকে, ততক্ষনে তার মুখের একটি অংশ খাবলে তুলে নিয়েছে পিটবুলটি।

পুষ্পকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মুখে ১০০টির বেশি সেলাই করতে হয় বলে জানা গেছে। এই ঘটনায় কুকুরের মালকিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, ওই মহিলা কোনওরকম লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন ছাড়াই পোষ্য রেখেছিলেন বাড়িতে।

পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার জেরে অত্যন্ত ক্ষিপ্ত ওই এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, যে পার্কে শিশুরা খেলে, সেখানে পোষ্যকে খোলা অবস্থায় রাখা উচিত নয়।

প্রসঙ্গত, রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কুকুরের আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। কয়েকদিন আগেই গাজিয়াবাদের একটি আবাসনের লিফ্টে একটি কুকুরের কামড়ে আহত হয়েছিল একটি শিশু। তাকে যন্ত্রনায় ছটফট করতে দেখেও নির্বিকার ছিলেন পোষ্যের মালকিন। সিসিটিভি ফুটেজে সেই ঘটনা দেখে নিন্দার ঝড় উঠেছিল নেটদুনিয়ায়। তার পরের দিনই নয়ডার একটি আবাসনের লিফ্টে এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে একটি জার্মান শেফার্ড কুকুর। তারমধ্যেই আবারও গাজিয়াবাদের অন্য ঘটনাটি সামনে আসায় আতঙ্ক ছড়িয়েছে।

লিফ্টের মধ্যে শিশুকে উপর্যুপরি কামড় পোষা কুকুরের, চুপচাপ দাঁড়িয়ে দেখলেন মালকিন

You might also like