
দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হিন্দু হস্টেল নিয়ে বাড়তে থাকা সমস্যায় শিক্ষামন্ত্রী এবং উপাচার্যের উপরেই আস্থা রাখলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শুক্রবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্সি নিয়ে প্রশ্ন করলে রাজ্যপাল বলেন, “শিক্ষামন্ত্রী এবং উপাচার্য বিষয়টি দেখছেন। আশা করি তাঁরাই সমস্যার সমাধান করতে পারবেন।”
হিন্দু হস্টেলে পড়ুয়াদের থাকতে দেওয়ার দাবিতে বেশ কয়েক দিন ধরেই অবস্থান বিক্ষোভ চলছে প্রেসিডেন্সিতে। দাবি না মানায়, এক সপ্তাহ ধরে ধরে নিউ টাউনের হস্টেল ছেড়ে ক্যাম্পাসে এসে রয়েছেন ছাত্রেরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের করিডর এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিছানা–সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে থাকছেন তাঁরা। পোর্টিকোতে বসে খাওয়াদাওয়াও করছেন।
২০১৫ সালের জুলাই থেকে সংস্কারের কাজ চলছে হিন্দু হস্টেলে। যা শেষ হওয়ার সম্ভাব্য তারিখ একাধিক বার পিছোনো হয়েছে। শেষমেশ এই অগাস্ট মাসে হস্টেলে থাকতে শুরু করা যাবে বলে আশ্বাস মিলেছিল কর্তৃপক্ষের তরফে। কিন্তু এখন বলা হচ্ছে, আরও পাঁচ মাস লাগবে। এতেই বিক্ষুব্ধ পড়ুয়ারা।
শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে বিষয়টি আরও মানবিক হয়ে দেখার পরামর্শ দিয়েছেন। তবে প্রেসিডেন্সির মতো শিক্ষাপ্রতিষ্ঠানে বিছানা–বালিশ নিয়ে আন্দোলন করার বিষয়টিও ছাত্রদের ভেবে দেখতে বলেন তিনি। বারবারই তা বোঝানোর চেষ্টা করেছেন উপাচার্য অনুরাধা লোহিয়াও। ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু এতে অবশ্য বিক্ষোভের পথ থেকে সরছেন না পড়ুয়ারা।