
দ্য ওয়াল ব্যুরো: কানাডায় (Canada) ফের ছুরি (Knife) হাতে আততায়ীর হামলা (attack)। রবিবার কানাডার দু’টি আলাদা জায়গায় ছুরি নিয়ে নাগরিকদের ওপর হামলা চালায় দুজন দুষ্কৃতী। তার জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জনের (10 dead)। জখম (injured) বহু।
এখনও পর্যন্ত এই ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। দুজন হামলাকারীদের চিহ্নিত করা গেছে। তারা হল মাইলস স্যান্ডারসন(৩১) এবং ডেমিয়েন(৩০)। জানা গেছে, রবিবার হঠাৎই জেমস স্মিথ ক্রি নেশন এবং সাসকাচুয়ানের ওয়েল্ডনে ছুরি হাতে নাগরিকদের উপর হামলা চালায় মাইলস এবং ডেমিয়েন। তারপরেই কালো রঙের গাড়িতে করে পালিয়ে যায় তারা।
ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জেমস স্মিথ ক্রি নেশনে। সাসকাচুয়ানের বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন নিরাপদ স্থানে থাকেন। অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে গোটা দেশে। সীমান্ত লাগোয়া অঞ্চল গুলিকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।
গোটা ঘটনার নিন্দা সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই হামলাকে ভয়ঙ্কর এবং দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী।
নাটকের মাঝে মঞ্চেই মৃত্যু ‘হনুমান’-এর, অভিনয় ভেবে তখনও হাততালি দর্শকদের