
দ্য ওয়াল ব্যুরো: সারদা চিট ফাণ্ড কাণ্ডের সূত্রে শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম, ইস্টবেঙ্গল কর্তা নিতু সরকার এবং প্রাক্তন সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ বিশ্বাসের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে এদিন কলকাতার দুই ব্যবসায়ীর (2 Kolkata Businessmen) সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি (ED)।
ওই দুই ব্যবসায়ী অবশ্য বিশেষ নামজাদা নন। তাঁদের এক জনের নাম সুরেশ কুমার বাঁথিয়া, অন্যজন হল জীতেশ কুমার বাঁথিয়া। এঁদের কাপড়ের ব্যবসা রয়েছে। সেই সঙ্গে পাইকারি ব্যবসাও রয়েছে। এঁদের দুটি ফ্ল্যাট ও ব্যাঙ্কে গচ্ছিত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যাঙ্কে ৯ কোটি ১২ লক্ষ টাকা ছিল। তা মিলিয়ে মোট ১০ কোটি ৭৪ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে (10 crore seized)।
ইডি জানিয়েছে, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এই সব সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। তার পর তা বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত পরশু কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির একাধিক টিম হানা দেয়। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির এই হানাদারি নিয়ে বৃহস্পতিবার টিপ্পনি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে বাংলায় লুঠ করতে পাঠাচ্ছে। ওরা বাংলা লুঠ করে নিয়ে যাচ্ছে।
সারদা কাণ্ডে চিদম্বরমের স্ত্রী, নিতু সরকার ও প্রাক্তন সিপিএম বিধায়কের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি