Latest News

অসুস্থ বৃদ্ধকে রাস্তা থেকে উঠিয়ে হাসপাতালে পাঠালেন হিঙ্গলগঞ্জের যুবকরা

দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: রাস্তায় পড়েছিলেন বৃদ্ধ। একা, অসুস্থ। ঠান্ডায় আরও কাবু। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী।  নদীর ধারে সেই বাজারের মধ্যেই পড়ে ছিলেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন যুবক এসে দেখতে পান মাথার একপাশ ফেটে দরদর করে রক্ত পড়ছে। এরপর তাঁরাই ওই বৃদ্ধকে হাসপাতালে পাঠান।
নদীর ও পারেই বাংলাদেশ। প্রাথমিভাবে এলাকার বাসিন্দাদের মনে হয়েছিল কোনওভাবে সেখান থেকেই এসে পড়েছেন তিনি। কিন্তু পরে তাঁরা বুঝতে পারেন ওই বৃদ্ধ দক্ষিণ ভারতীয়। তবে কথাবার্তা যেটুকু বলছিলেন তার পুরোটা বোঝা যাচ্ছিল না বলেই জানিয়েছেন তাঁরা। মানসিকভাবেও তিনি অসুস্থ বলেই তাঁদের ধারণা।

স্থানীয় যুবকদের সাহায্যে তাঁকে প্রথমে হিঙ্গলগঞ্জ স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই করে ব্যান্ডেজ বেধে দেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ন নম্বর সাণ্ডেলের বিল হাসপাতালে । সেখানেই এখন ভর্তি রয়েছেন বছর সত্তরের ওই বৃদ্ধ।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় পালের কথায় “ওঁর কথা শুনে মনে হচ্ছিল ভদ্রলোক দক্ষিণ ভারতীয়। এতটাই অসুস্থ যে হাঁটার মতো অবস্থায় নেই। সে জন্য হাসপাতালে ভর্তি করা হয়। খাবারের ব্যবস্থাও করা হয়েছে।” তিনি জানান, আপাতত তাঁরাই বৃদ্ধের দেখাশোনা ও চিকিৎসার ব্যবস্থা করবেন। একটু সুস্থ হলে নাম ঠিকানা জানার চেষ্টা করা হবে জানতে পারলে তাকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

 

You might also like