
ঘটনাটা শুক্রবারের। ইতিমধ্যে প্রাক্তন বিজেপি সাংসদের মেজাজ হারানো খবর ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের গুনা-শিবপুরির রাস্তায় একটি টোল বুথের কর্মচারীদের মারধর করতে দেখা যায় নন্দকুমারের নিরাপত্তারক্ষীদের। রাস্তার সিসিটিভি ফুটেজে ধরাও পড়েছে সে দৃশ্য।
ফুটেজে দেখা গেছে, প্রাক্তন সাংসদের গাড়ি দাঁড় করিয়ে পরিচয়পত্র দেখতে চাইছিলেন বুথ কর্মীরা। তাতেই বেজায় চটে যান নন্দকুমার। প্রথমে বুথ কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। পরে গাড়ি থেকে নেমে আসেন তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁরই নির্দেশে দু’জন নিরাপত্তা কর্মী এগিয়ে গিয়ে টোল বুথের এক কর্মীকে বেধড়ক মারতে শুরু করেন। তাঁকে বাঁচাতে অন্য এক কর্মী এগিয়ে এলে তাঁকে মারা শুরু হয়।
পাঁচ দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। ইনদওর, রাতলাম, উজ্জয়িনী-সহ নানা এলাকায় সভা করার কথা রয়েছে তাঁর। অমিত শাহের সফরের আগে ওই সব এলাকা পরিদর্শের জন্যই বেরিয়েছিলেন নন্দকুমার। ফেরার পথেই ঘটে এই ঘটনা।
তবে, গোটা বিষয়টাই অস্বীকার করেছেন প্রাক্তন সাংসদ। ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগও দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। টোল প্লাজার ম্যানেজার জানিয়েছেন, শুধু কর্মীদের মারধরই নয়, বুথের ওয়াকি-টকিও ভেঙে দিয়েছেন নন্দকুমারের নিরাপত্তারক্ষীরা।
গত বছর, টোল বুথে মাত্র ১০ সেকেন্ড অপেক্ষা করার জন্য মেজাজ হারিয়েছিলেন উত্তরপ্রদেশের সীতাপুরের বিজেপি বিধায়ক রাকেশ রাঠৌর। এক টোল বুথকর্মীকে চড়ও মারেন তিনি।