Latest News

ভাঙনের মুখে পুজোর থান, নমো নমো করে মাতৃ আরাধনা সান্যালচরে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া : পুজোর আনন্দ মাথায়। এখন ঘর বাঁচাতে হিমশিম সান্যালচরের বাসিন্দারা। গত কয়েকদিনের বৃষ্টিতে হু হু করে বাড়ছে গঙ্গার জল। ইতিমধ্যেই গঙ্গার জলে ভেসেছে চাকদার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিবতলা ঘাট সহ মালোপাড়ার বিস্তীর্ণ অঞ্চল। এ বার শুরু হল ভাঙন।

বৃহস্পতিবার ভাঙন শুরু হতেই ভয় পেয়ে চাকদা থানায় খবর দেন মালোপাড়ার বাসিন্দারা। পুলিশ গিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। অনেকে অবশ্য রয়ে গেছেন ভিটে আঁকড়ে। যে জায়গা ভাঙছে, সেখানেই হয়েছিল পুজোর আয়োজন। বোধনের আগেই বিসর্জনের সুর সেখানে। কোনওমতে সারা হচ্ছে মাতৃ আরাধনায়।

স্থানীয় বাসিন্দা সদানন্দ বিশ্বাস বলেন, ‘‘গঙ্গার জলে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকার চাষের জমি। ডুবে গেছে রবিশস্য। এ বার ভাঙন শুরু হওয়ায় রাতের ঘুম গেছে আমাদের। ভিটেহারা হলে ছেলেমেয়েদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াই?’’ তাই পালা করে রাত জাগছে মালোপাড়া।

কল্যাণীর মহকুমাশাসক ধীমান বারুই বলেন, ‘‘প্রশাসন সবরকম পরিস্থিতির জন্য তৈরি আছে। গঙ্গার ভাঙনের দিকে নজর রাখা হচ্ছে। এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলছি আমরা। তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। প্রশাসন পাশে রয়েছে।’’

You might also like