দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এ বার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর হল থানায়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া যাদবপুর থানায় আসানসোলের সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
এর আগে বিজেপি নেত্রী তথা প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল পড়ুয়াদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলেছিলেন অগ্নিমিত্রা। এ বার পাল্টা অভিযোগ হল বাবুলের বিরুদ্ধে।
পড়ুয়াদের অভিযোগ, বাবুলই সেদিন পরিস্থিতিকে অগ্নিগর্ভ করেছিলেন। তাঁর কথা, তাঁর আচরণ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। পড়ুয়াদের আরও অভিযোগ, একাধিক ছাত্রীর গায়ে হাত দিয়েছেন বাবুল। লিখিত অভিযোগের সঙ্গে বেশ কিছু ছবিও পুলিশকে দিয়েছেন পড়ুয়ারা।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ক্যাম্পাসে। ছ’ঘণ্টা ঘেরাও হয়ে থাকতে হয় বাবুলকে। শেষমেশ পরিস্থিতি এমন জায়গায় যায় যে, রাজ্যপাল জগদীপ ধনকড় গিয়ে বাবুলকে উদ্ধার করেন। উত্তেজনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।
এই ঘটনা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। পড়ুয়াদের এফআইআর সম্পর্কে বিজেপি-র এক মুখপাত্র বলেন, “সবাই দেখেছে কারা ওখানে অসভ্যতা করেছে। ছাত্রদের এমন আচরণ দেখে সবাই ছিঃ ছিঃ করছে। মুখ বাঁচাতে এখন বাবুলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ.করা হচ্ছে। এ সব ধোপে টিকবে না।”