TheWall

হুমড়ি খেয়ে পড়তে পড়তেও সামলে নিলেন মোদী, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

0

দ্য‌ ওয়াল ব্যুরো: গোটা দেশ উত্তাল নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ বিক্ষোভে। এমনই সময়ে শনিবার সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! কানপুরে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের দেখভাল করতে যান নমো। তখনই গঙ্গার ঘাটে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান প্রধানমন্ত্রী। দেশজুড়ে যে ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শনিবার মোদির ওই সফরে সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। সব ঠিকঠাকই ছিল কিন্তু অসাবধানতা বশত হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যান মোদী। তড়িঘড়ি তাঁকে তুলে ধরেন তাঁর নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনায় প্রধানমন্ত্রী মোদীকে বেনজির আক্রমণ করেছেন নেটিজেনরা। অনেকেই তীব্র বিদ্রুপ শানিয়েচেন। কেউ কেউ লিখেছেন, ‘এটাই কি পতনের শুরু!’ কেউ লিখেছেন, কেমন করে অর্থনীতি হোঁচট খেয়েছে সেটাই দেখিয়েছেন প্রধানমন্ত্রী।

তবে খুব কম সময়ের মধ্যেই সামলে নেন মোদী। কিছুক্ষণের মধ্যেই গঙ্গায় নৌকায় ঘুরতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।

দেখুন সেই ভিডিও–

Share.

About Author

Comments are closed.