Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
গুরুতর অসুস্থ আরও দুই অনশনকারী, যাঁদের একজন মহিলা! তবু আমরণ অনশনে অনড় চাকরিহারারাসন্তানকে রেখে যেতে চাননি, তবু যেতে হল নিজের মায়ের কাছে, আকাশেই পুড়ে ছাই হয়ে গেল সব স্বপ্নবায়ার্নের দশ গোল, পিএসজি অ্যাটলেটিকোকে ওড়ালেও আটকে গেলেন মেসিরা'ওদের এক নম্বর শত্রু ট্রাম্প, খুন করতে চায়', ইরানকে নিয়ে বিস্ফোরক দাবি নেতানিয়াহুর‘কী করব? কী বলব আমি? এই জয় দুর্দান্ত!’ লাইভ অনুষ্ঠানে কান্না ধরে রাখতে পারলেন না স্টেইনইরানকে বাঁচাতে ইজরায়েলে পরমাণু বোমা মারতে পারে পাকিস্তান, দাবিWeather Update: বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা! আজ থেকে সব জেলায় শুরু ভারী বৃষ্টি দিঘাগামী বাস ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭, দুই চালকের অবস্থা আশঙ্কাজনক'জ্বর হয়েছিল, আমার বৌ বলল...' এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা থেকে আশ্চর্য রক্ষা গুজরাতের চিকিৎসকেরপুণের সেতু বিপর্যয় যেন 'ম্যানমেড'! পরিকাঠামোগত অডিটের বালাই নেই, ভিড় নিয়ন্ত্রণেও গাফিলতি
Bollywood songs

এই ১০টি হিন্দি গানের ২৫ বছর হয়ে গেল! সিলভার জুবিলিতেও সুপারহিট যারা

আজকের আলোচনার বিষয় গত শতাব্দীর একেবারে শেষ বছরে মুক্তি পাওয়া কিছু হিন্দি গান।

এই ১০টি হিন্দি গানের ২৫ বছর হয়ে গেল! সিলভার জুবিলিতেও সুপারহিট যারা

গত শতাব্দীর কিছু সেরা গান

শেষ আপডেট: 16 July 2024 18:12

দ্য ওয়াল ব্যুরো: গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন, ‘এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার..।’ এত ভালবেসে, এত সুন্দর শব্দে তার আগে কেউ গান শোনানোর কথা বলেছিলেন কিনা জানা নেই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ আর রবীন চট্টোপাধ্যায়ের মায়াভরা সুর এই গানকে গত শতাব্দীর অন্যতম সেরার খ্যাতি দিয়েছিল। 

আজকের আলোচনার বিষয় গত শতাব্দীর একেবারে শেষ বছরে মুক্তি পাওয়া কিছু হিন্দি গান। তাদের দিকে ফিরে দেখা। অর্থাৎ ১৯৯৯ সাল বলিউডে যে সব গান মুক্তি পেয়েছিল, তাদের খুঁজে আনা। আর সেই সব গান থেকে সেরা ১০টি গানকে মনে করিয়ে দেওয়া, যে গানগুলির ২৫ বছর তথা রজত জয়ন্তী বছর হয়ে গেল। তবু যে গানগুলি এখনও বার বার শুনতে চায় মানুষ।

৯৯ সালে সবচেয়ে বেশি হিট গান দিয়েছিল মুখ্যত দু'টি ছবি। প্রথম ছবিটি হল সুভাষ ঘাই পরিচালিত এবং ঐশ্বর্য্য রাই ও অক্ষয় খান্না অভিনীত ছবি ‘তাল’। দ্বিতীয় ছবিটি ছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবি ‘হাম দিল দে চুকে সনম’। এই দু'টি ছবিই ছিল মিউজিকাল রোমান্টিক ড্রামা। 

দেখে নেওয়া যাক, ২৫ বছর আগে মুক্তি পাওয়া সেরা দশ: 

১) ‘তাল সে তাল মিলা’। 'তাল' ছবিতে এই গানটি গেয়েছিলেন অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণ। সুর দিয়েছিলেন এ আর রহমান। 

২) ‘ইশক বিনা’। এটিও 'তাল' ছবিরই গান। এ আর রহমানের সুরে এই গানটি গেয়েছিলেন সনু নিগম, অনুরাধা শ্রীরাম। রহমান নিজেও কণ্ঠ মিলিয়েছিলেন। 

৩) ‘হাম দিল দে চুকে সনম’। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে এই গানটি গেয়েছিলেন কবিতা কৃষ্ণমূর্তি ও মহম্মদ সালামাত। সুর দিয়েছিলেন ইসমাইল দরবার। 

৪) ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’। এই গানটিও 'হাম দিল দে চুকে সনম' ছবির। গানটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। 

৫) ‘দিল নে ইয়ে কাহা হ্যায় দিলসে’। 'ধড়কন' ছবিতে এই গানটি গেয়েছিলেন কুমার শানু, উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক। সুর দিয়েছিলেন নাদিম শ্রাবণ। 

৬) ‘চাঁদ ছুপা বাদল মে’। 'হাম দিল দে চুকে সনম' ছবির এই গানটিও দীর্ঘদিন চার্টবাস্টারে ছিল। উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক এই গানটি গেয়েছিলেন। 

৭) ‘রামতা যোগী’। বলিউডে গাওয়া সুখবিন্দরের সুপারহিট গানগুলোর মধ্যে এটা অন্যতম। 'তাল' ছবিতে এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন অলকা ইয়াগনিকও। 

৮) ‘অ্যায় নাজনি শুনো না’। ‘দিল হি দিল মে’ ছবিতে এই গানটি এ আর রহমানের সুরে গেয়েছিলেন অভিজিৎ ভট্টাচার্য।

৯) ‘নিম্বুড়া নিম্বুড়া’। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে এই গানটি গেয়েছিলেন কারসান সাগাথিয়া ও কবিতা কৃষ্ণমূর্তি। 

১০) ‘দিল কেয়া করে’। ‘দিল কেয়া করে’ ছবিতে যতীন-ললিতের সুরে এই গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক।


ভিডিও স্টোরি