দ্য ওয়াল ব্যুরো: নিজের বিয়ের আসর থেকেই গ্রেফতার হলেন স্বয়ং বর! অভিযোগ, মোবাইল ফোন চুরি করেছেন তিনি!
পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের চেম্বুর এলাকার বাসিন্দা এক মহিলা অভিযোগ করেছিলেন, মঙ্গলবার মোটরবাইকে করে এসে রাস্তা থেকে তাঁর মোবাইল ছিনতাই করে পালিয়েছে এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে, অজয় সুনীল ধোতে নামের এক ব্যক্তিকে।
অভিযুক্তকে পাকড়াও করতে তার বাড়িতে পৌঁছে পুলিশ দেখে, রীতিমতো বিয়েবাড়ির উৎসব চলছে সেখানে। অভিযুক্ত ধোতে সদ্য বিয়ে সেরেছে। তাতে অবশ্য পুলিশের কর্তব্য আটকায়নি। মণ্ডপের মধ্যেই হাতকড়া পরানো হয় অভিযুক্তকে।
Comments