শেষ আপডেট: 22nd April 2020 10:03
দ্য ওয়াল ব্যুরো: সারা বিশ্বের একটা বড় অংশ যখন লকাডাউনের অধীনে, ঘরে ঘরে মানুষ যখন বন্দি হয়ে রয়েছে সামাজিক দূরত্ব মানার তাগিদে, একের পর এক ব্যস্ত শহর যখন নিঝুমপুরীতে পরিণত হয়েছে, তখন যেন নিজেদের চেনা পৃথিবীকে আবারও ফিরে পেয়েছে তারা। আর সেই ফিরে পাওয়ার খুশিতেই বোধহয় পথে বেরিয়ে পড়েছে যত্রতত্র। তারা এই বিশ্বের নানা না-মানুষ প্রজাতির প্রতিনিধি। মানুষের উন্নয়নের জোয়ারে, সভ্যতার আগ্রাসী আস্ফলনে তারা মুখ লুকিয়েছে পরিবেশ থেকে। চেনা প্রকৃতি এত দ্রুত বদলে গেছে, তাল মেলাতে পারেনি তারা। এখন এই একটানা লকডাউনে মানুষবিহীন ও দূষণবিহীন পৃথিবীর বুকে তাই মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে তারা। আজ, ২২ এপ্রিল, বিশ্ব বসুন্ধরা দিবসে এর চেয়ে বড় উপহার আর কী হতে পারত পৃথিবীর জন্য?
পৃথিবীর কোথায় কোথায় এমন অবাধে বিচরণ করছে বন্য পশুপাখিরা, আসুন দেখে নিই ছবি-সহ।