শেষ আপডেট: 13th March 2025 15:25
দ্য ওয়াল ব্যুরো: উৎসব মানেই পেটপুজো। বাঙালির রসনাতৃপ্তিতে হাজির তাজ। কলকাতার আইকনিক তাজ বেঙ্গল ও তাজ সিটি সেন্টার নিউ টাউনে এবার দোল উদযাপন হতে চলেছে স্বাদ ও রঙের মেলবন্ধনে। ১৪ মার্চ, ২০২৫-এ এই দুই বিলাসবহুল হোটেলে থাকছে বিশেষ হোলি ব্রাঞ্চ, যেখানে অতিথিরা উপভোগ করতে পারবেন সুস্বাদু খাবার ও রঙিন পানীয়।
তাজ বেঙ্গল, কলকাতা
ক্যাল ২৭-এ আয়োজন করা হয়েছে এক বিশেষ হোলি স্পেশাল ব্রাঞ্চ, যেখানে পাওয়া যাবে মুখরোচক চাট, ধোঁয়ামোড়া তন্দুর গ্রিল, ঠান্ডাই, মিষ্টি। শুরু হচ্ছে দুপুর ১২.৩০ থেকে। একজনের জন্য দিতে হবে ২৫০০ টাকা, সঙ্গে কর আলাদা। পানীয়-সহ হলে দিতে হবে ৩৫০০ টাকা। এক্ষেত্রেও কল আলাদা করে দিতে হবে।
তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা
শামিয়ানা-তেও অতিথিরা উপভোগ করতে পারেন হোলি ব্রাঞ্চ, বিভিন্নরকম মুখরোচক নোনতা খাবার, ভেলপুরি ও দইভল্লা, গুজিয়া, কালা খট্টা শরবত, ঠান্ডাই ও বিশেষ লস্যির ব্যবস্থা থাকছে। এক্ষেত্রেও সম দুপুর ১২.৩০ থেকে। একজনের জন্য দিতে হবে ২ হাজার টাকা প্লাস কর। পানীয়-সহ ব্রাঞ্চ উপভোগ করতে দিতে হবে ২৮০০ টাকা প্লাস ট্যাক্স।
রঙের উৎসব, একটু অন্যরকমভাবে পালন করতে পৌঁছে যেতে পারেন তাজের এই দুই বিশেষ জায়গায়। যাওয়ার আগে অবশ্যই যোগাযোগ করে নেবেন।