কেউ সত্তরের কোঠা পেরিয়েও শিক্ষার আলো হাতে ছুটছেন বহুদূরের পথ, কেউ আবার সেঞ্চুরি পার করেও নামিয়ে রাখেননি প্রিয়তম ক্যামেরাখানি। কেউ আবার বৃদ্ধবয়সে চ্যালেঞ্জ নিয়েছেন মার্শাল আর্টস শেখার! কারও চোখের চামড়া কুঁচকে গেলেও, ভুল হয় না পিস্তলের একটাও নিশান। তাঁরা জীবনের গল্প লিখতে গিয়ে থামতে শেখেননি। কোন বয়সে কতটা বেপরোয়া হওয়া যায়, সেই হিসেবি ছক তাঁরা উল্টে দিয়েছেন শক্তহাতে। বয়সের সঙ্গে সঙ্গে যেন বেড়েছে তাঁদের স্পর্ধা! তাঁরা আপনাকে মুগ্ধ করবে, বিস্মিত করবে। সেই সঙ্গে মনে করিয়ে দেবে, বয়স একটা সংখ্যা মাত্র।
নীচের এক একটা ট্যাবে ক্লিক করলেই খুলে যাবে তাঁদের গল্প। আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে তাঁদের কুর্নিশ করছে দ্য ওয়াল।