Latest News

পাঁচ কন্যের পাঁচালি, তাঁরা যে যাঁর পথে আলাদা

পাঁচটি আশ্চর্য লড়াইয়ের কাহিনি।

আশ্চর্য অনুপ্রেরণার এক একটি নাম হয়ে উঠেছেন তাঁরা। কেউ মুখে মুখে কষে দিয়েছেন লম্বা লম্বা অঙ্ক, কেউ আদিবাসী সমাজে বঞ্চনার মধ্যে বড় হয়েও দাপিয়ে বেড়িয়েছেন আকাশ। কেউ আবার শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধে নেমে আত্মধ্বংস করেছেন অবলীলায়। তাঁদের কাহিনি আজও চমকে তোলে মানুষকে। মুগ্ধতারা বিস্ময় হয়ে জমে থাকেপাঠকদের মনে। নিজেকে আরও সমৃদ্ধ করে তুলতে আপনাকে পড়ে ফেলতে হবে তাঁদের অজানা গল্প।

নীচের এক একটা ট্যাবে ক্লিক করলেই খুলে যাবে তাঁদের গল্প। আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে তাঁদের কুর্নিশ করছে দ্য ওয়াল।

You might also like